আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
মনোযোগ...
চুপচাপচুপ মুহুর্তকূপ
ছায়ায় গাঁথা অপূর্ব রূপ!
নীল জোৎস্নার দুরন্ত চোখ
কাঁচের গায়ে নক্সার শোক!
মনোযোগে হালকা উচ্ছলতা...
শোকের কেন্দ্রে তীরের ধ্বনি
কান পেতে তার আঘাত শুনি!
সর্বনাশের আলতো ছোঁয়ায়-
আনন্দগান বুনতে জানি!
আনন্দচক্র
আঁধার থেকে নীলের ফাঁকি
উচ্ছলতায় নাচতে শিখি।
শোকের নূপুর পায়ে বাঁধি
অন্ধকারের হোক সমাধি!
কান্না
মনমেঘেরা জড়িয়ে আসে
আলোর ঘরে ভ্রান্তি নাশে।
কন্যাচোখে স্পষ্ট ব্যথা
ফিসফাসফিস কষ্টকথা . . .
উৎসর্গিত আত্মা
আলো-আঁধার ছায়ার ফাঁকে
খামখেয়ালি কন্ঠ ডাকে!
আরাধনার আঙ্গুলগুলো-
মন্ত্র-শ্লোকে নিবিড় থাকে।
*!* _ *!* _ *!*
আগের সেমেস্টার গ্যাপ-এ হঠাৎ ঝোঁক চাপলো, পানির ছবি তুলবো [অযথা সময় থাকলে যা হয়]। জল-জ্যোৎস্না-ঝড় এসব আমার ভয়াবহ প্রিয়। তোলার পরপর মনে হলো প্রত্যেকটা ছবিতে কোন না কোন অভিব্যক্তি আছে, জলের ছায়াতে তার ভেতরের অস্ফুট কথাগুলো, চিন্তাগুলো, ভাবগুলো... কাঁচের মতো ঝকঝক করছিল! এখন আপনাদের সাথে ভাগাভাগি করে ফেললাম আমার আবোল-তাবোল চিন্তার টুকরোগুলো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।