আমাদের কথা খুঁজে নিন

   

বছর শেষে আসছে এমএস অফিসের ২০১০ এর বেটা সংস্করন

...

আগামী বছরের শুরুতে মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ এমএস অফিস ২০১০ বাজারে আনার ঘোষণা দিয়েছে। তবে বছর শেষে প্রাথমিক পরীক্ষামূলক সংস্করণ ছাড়া হবে। এ জন্য ইতিমধ্যেই সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অফিসের নতুন ভার্সনের কাজ শুরু করেছে। এ বিষয়ে মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ক্যাপাসেলা নতুন আঙ্গিকে নানা ফিচার সংযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের আরো বেশি সুবিধা প্রদানের কথা উল্লেখ করে বলেন, মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণে ব্যবহারকারীরা নির্ভরশীলতার সঙ্গে আরো দ্রুত গতিতে নিত্যপ্রয়োজনীয় কাজ করতে সক্ষম হবে। এ সময় তিনি মাইক্রোসফট অফিস ব্যবহারকারীদের নানা সুবিধা দেওয়ার পরিকল্পনা গ্রহণের কথা জানান। মাইক্রোসফট অফিসের এই নতুন সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সঙ্গে সঙ্গে ওয়ান নোট নামের নতুন একটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এতে ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারেই ডকুমেন্ট তৈরিসহ এডিট করতে সক্ষম হবে। এই নতুন সংস্করণের সম্ভাব্যতা যাচাই করতে বছরে তৃতীয় কোয়ার্টারে কমপক্ষে সহস্রাধিক ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষার নতুন উদ্যোগও গ্রহণ করেছে। পরীক্ষা শেষে এক সঙ্গে বিশ্বব্যাপী বাজারজাত শুরু হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।