আমাদের কথা খুঁজে নিন

   

''যাবক-আলতা''

Khan IT Source

হাত বারিয়ে ছুয়ে দেখো আমায় তোমার অনূভুতি উপলব্ধি চিন্তায় আজ আমি কতটা বিলুপ্ত। ভালো করে চেয়ে দেখো আমায় ঐ অতিক্রান্ত এই দিনক্রমের পথে দারিয়ে আজ আমি কতটা তোমার অবচেতনে সুপ্ত। এই আমার চোখের দিকে তাকিয়ে দেখো কত জল শুকানো প্রহর অনায়াসিত কত রাত জাগা অনিমেষ অলখে কত তন্দ্রাচ্ছিত স্বপ্নের অগোচর। আর একটু চেয়ে দেখো নজর দিয়ে আমায় মনের রন্ধ্রে রন্ধ্রে অদমিত চেতনায় জরিয়ে নাও হতেও তো পারে কোনদিন আর না হবে দেখা। তোমার হাতের স্পর্শে আর একটু ছুয়ে নাও ধূসর হৃদয় আবরনে অচিহ্নিত আবীর জরাক না হয় দুজন পৃথক অনাদি হারিয়ে গেলাম একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।