আমাদের কথা খুঁজে নিন

   

একই বিষয় নিয়ে পোস্ট পড়তে পড়তে যারা হাপিয়ে উঠেছেন

ভেবে চিন্তে প্রার্থনা করো । লেখক : ঈশপ এক রাখালের বাছুর হারিয়ে গেছে । বাছুর টিকে কোথাও খুজে না পেয়ে সে দেবতা জিউসের কাছে মানত করলো : ঠাকুর আমার বাছুর যে চুরি করেছে তাকে যদি পাই তাহলে তোমার নামে পাঠা বলি দেব । একটু পরেই সে দেখলো বণের ভিতরে একটি সিংহ তার বাছুরটা মেরে খাচ্ছে । সঙ্গে সঙ্গে রাখাল তার দুই হাত আকাশের দিকে তুলে বল উঠলো : দোহাই প্রভু, আমার বাছুর চোর ধরবো বলে আগে তোমার কাছে একটা পাঠা মানত করেছিলাম সেই চোরের দেখা মিল্ল আমার এবার তুমি আমায় এই চোরের থাবা থেকে বাচাও আমি তোমার নামে একটা ষাড় বলি দেব । শিক্ষা : লোকে অনেক সময় না ভেবেই এমন কিছুর জন্যে প্রার্থনা করে বসে যা মিললে তাকে আবার তা থেকে নিষ্কৃতি পাবার জন্যে প্রার্থনা করতে হয় ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।