আমাদের কথা খুঁজে নিন

   

জুমলা টিউটোরিয়াল ২: wamp সার্ভার ইনস্টল

আদর্শটাকে আপাতত তালাবন্ধ করে রেখেছি

আগের পর্বে বলা হয়েছিলো জুমলা এবং wamp সার্ভার সফটওয়্যার দুটো ডাউনলোড করে রাখার জন্য। আশা করি সফটওয়্যারগুলো আপনার কাছেই আছে। এখন wamp সার্ভার কীভাবে ইনস্টল করতে হয়, সেটি দেখা যাক। ১. আপনি যে wamp সার্ভারটি ডাউনলোড করেছেন, সেটি wampserver 2 সিরিজের। আপনার কম্পিউটারে যদি wampserver 1 সিরিজ ইতোমধ্যে ইনস্টল করা থাকে, তাহলে প্রথমেই সেটি আনইনস্টল করুন।

২. এবার ডাউনলোডকৃত wampserver 2-এর .exe ফাইলটিতে ডাবলক্লিক করুন। নিচের মেসেজটি আসবে। আগের সিরিজের wamp সার্ভার ইনস্টল করা থাকলে no বাটনে ক্লিক করুন। তারপর প্রথমে পূর্বের সংস্করণটি আনইনস্টল করুন। আর আনইনস্টল করা থাকলে কিংবা কোনো সার্ভারই ইনস্টল করা না থাকলে yes বাটন চাপুন।

৩. এবার Next বাটন চাপুন। ৪. লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে I accept the agreement-এ ক্লিক করুন। ৫. এবার সার্ভারটি কোথায় ইনস্টল হবে তা জানতে চাইবে। সেখানে ডিফল্ট হিসেবে C:\wamp\ থাকে। তবে আপনি চাইলে এটি বদলে নিতে পারেন।

Next বাটন চাপুন। ৬. এবারে দুটো অপশন আসবে। আপনি যদি কুইক লাঞ্চ এবং ডেস্কটপে wampserver- এর আইকন চান, তাহলে দুটোতেই টিক চিহ্ন দিন। না হলে যেটি দরকার শুধু সেটিতে ক্লিক করুন। ৭. এতোক্ষণ যে সেটাপ ঠিক করে দিলেন, সেটি দেখাবে।

এখন Install বাটনে ক্লিক করুন। ৮. সার্ভার ইনস্টল হতে থাকবে। এতে খুব একটা সময় লাগার কথা নয়। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। ৯. ইনস্টলের এক পর্যায়ে আপনার ডিফল্ট ব্রাউজার কোনটি হবে তা জানতে চাইবে।

আমি ব্যক্তিগতভাবে ফায়ারফক্স ব্যবহার করি। আপনি চাইলে ইন্টারনেট এক্সপ্লোরার বা সাফারি বা অপেরা যেটি আপনি ব্যবহার করেন, সেটি ডিফল্ট হিসেবে রাখতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে ফায়ারফক্স ব্যবহার করা। ১০. আপনার কম্পিউটারে যদি কোনো ফায়ারওয়াল ইনস্টল থাকে তাহলে নিচের মেসেজটি আসবে। Unblock-এ ক্লিক করুন।

কিন্তু কোনোভাবেই Keep blocking-এ ক্লিক করা যাবে না। তাহলে কিন্তু সার্ভার চালাতে পারবে না। চালাতে হলে আরও কিছু গ্যাঞ্জাম পোহাতে হবে। ১১. এখন সার্ভারের নাম এবং ইমেইল চাইবে। SMTP-এর এখানে localhost এবং Email-এর এখানে আপনার ইমেইলটি দিন।

১২. Launch WampServer 2 now বাটনে ক্লিক চিহ্ন দিয়ে Finish বাটন চাপুন। ব্যস, আপনার wampserver 2 ইনস্টল করা হয়ে গেলো। আগামী পর্বে থাকবে কীভাবে আপনার লোকালহোস্টের জন্য সার্ভারটিকে কনফিগার করতে হবে। খুব জটিল লাগছে কি? লাগলে কোথায়, জানান। সম্ভব হলে আরও সহজ করে বলার চেষ্টা করবো।

(ছবিগুলো সিম্পলহেল্পের সৌজন্যে ব্যবহার করা হয়েছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।