আমাদের কথা খুঁজে নিন

   

পথ যেথায় হয়েছিল ভিন্ন হে প্রিয়, হোকনা পথের শুরু সেখানেই!

e_echo@live.com

পথ যেথায় হয়েছিল ভিন্ন হে প্রিয়, হোকনা পথের শুরু সেখানেই! ________________________________________ ভাল লাগেনা শিশির স্নাত সোনালী সকাল। ভাল লাগেনা রোদেলা দুপুর, স্নিগ্ধ সন্ধা, শেষ বিকেলের পড়ন্ত রোদ্দুর অথবা কোকিলের সুমধুর সুর। ভাল লাগেনা আকাশপ্লাবিনী জোস্না রাত্রী অথবা টিনের চালে গাছের ডালে ঝুপ ঝুপ টিপ টিপ বৃষ্টির ছন্দ। স্বপ্নের দেয়ালে রঙ তুলির আঁচর কাঁটতেও ভাল লাগে না। কেমন আছি? কেউ যদি সুধায, ভাল আছি বলতে পারি না।

মেয়েদের মিষ্টি মধুর মুখের হাসি আর ভালোবাসি শব্দটা শুনলে নিজেকে ঘর পোড়া গরুর মতই মনে হয়। নির্ঘুম নিশি আর সমুদ্র সমান সজল নয়নের নীরব সাক্ষী স্বার্থহীন সঙ্গী বিছানার বালিশটা। কম্পিউটারের হার্ডডিস্কে জমেছে রাশি রাশি বেদনা। স্মৃতির আকাশে তারকারাজীর মত জ্বলজ্বল করছে উজ্জল অনুজ্জল অজস্র আনন্দ বেদনামাখা কাব্যিক স্মৃতি। কেন আর গোলাপ কিংবা হাস্নাহেনার স্নিগ্ধতা আমায় মুগ্ধ করেনা? কেন আর মনের সমস্ত সুখ, সপ্ন, দুঃখ, আবেগ, অনুভূতি, ভালবাসার কথা তোমায় এমনকি কাউকেই শোনাতে পারিনা? প্রশ্ন জাগে মনে, জীবনটা কি শুধুই অভ্রচ্ছায়া? তোমার রুপের বাহারে, মনযে নাচে আহারে, চাঁদটা লুকায় আঁধারে।

স্বপ্ন দেখতাম কোন এক জোস্নাপ্লাবিত পূর্নিমা রাতে আকাশস্পর্শী ওই ছাদের কিনারায় দাড়িয়ে চাঁদের সাথে তোমার তুলনা করব। তোমার রুপে ঈর্ষান্বিত হয়ে বোকা চাঁদটা যতই জোস্না ছড়াবে, আর সেই স্বপ্নিল রুপালী জোস্নায় তোমায় ততই বেশী সুন্দর লাগবে। শেষে লজ্জায় চাঁদটা মুখ লুকাবে মেঘের আড়ালে। আমার ছোট্ট হৃদকাননে, যে মালিনী স্বপ্ন বোনে, তার গল্প বলি শোনো, মিথ্যে নয়যে কোনো। আমি তখন যৌবনের দ্বারপ্রান্তে।

স্বভাবতঃই মন ছিল চঞ্চল আর মেয়েদের প্রতি ছিল চুম্বকের মত তীব্র আকর্ষন। ঠিক সেই সময সদ্য কৈশোর উত্তির্ণ এক সুশ্রী, সুহাসিনী, তন্বী তরুণী আমার মনোরাজ্যের জানালায় এসে উঁকি দেয়। আমিও তাকে হৃদয়দোর খুলে স্বাদর সম্ভাষণ জানাই। তারপর থেকেই সে আমার মনোরাজ্যের মহারানী। বসন্তের বাতাস বহে যৌবনের বনে, আজি অহর্নিশ তোমায় পড়ছে মনে।

বিকেল বেলার আবির রাঙা অরুন অস্তাচলে যায়নি তখনও। মনে হয় সে ছিল আদ্যন্ত আমাদের আবেগ আচ্ছাদিত মুহুর্তের অগ্নিসাক্ষী হয়ে। সেদিনের কথা কি তোমার মনে আছে? আমরা দুজনে পাশাপাশি বসে ছিলাম খুবই নিবিড় ভাবে। তুমি আমার কাঁধে মাথাটা ঠেকিয়ে বললে, “জানো, তোমাকে আমি দেবতার মত পূজা করি!” শুনে আমি বললাম, “প্রার্থনা কর, তোমার ভালবাসার মুল্য যেন আমি দিতে পারি”। শীতের হিমেল পরশে মনটা যখন একটুখানি উষ্ণতার আবেশ পেতে চায় তখন তো তোমার বুকের মাঝেই খুজেঁ পেতাম উষ্ণতার ছোঁয়া।

আমার অধরপল্লবে আঁকা তোমার সেই মধুর সুখানুভূতি সেকি ভোলা যায়? পথ যেথায় হয়েছিল ভিন্ন হে প্রিয়, হোকনা পথের শুরু সেখানেই! (অসমাপ্ত........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।