স্বপ্নেতে রাতভর, দেখি আমি আলো;
বিদ্যুত নাই নাই, তাও লাগে ভালো।
দিনমান জেগে জেগে, তাই বসে ভাবি;
সাই ফাই নামে আজ, লেখি হাবি জাবি
পচিশ্শ সনে আমি সেই চোরকাঁটা;
ভাঙা কাঁচ জোড়া দেই, লাগে নাতো আঁঠা!
বালেগ প্রাপ্ত হয়ে যাই ইশ্কুলে
পরীক্ষা কাকে বলে, গেছে সব ভুলে!
ডাক্তারী ডাটাফাটা- ম্যাম করে পুশ;
পলকেই পেশাজীবি- লাগেনাকো ঘুষ!
টিনেজে হলাম আমি ইশ্পেশালিস্ট;
ঘর ফিরে ভূড়িভোজ, দলেবলে ফিস্ট
চেম্বারে যাওয়া আসা নেই আজকাল;
রিমোট হলোগ্রামে চেক্ করি হাল
ভিজিট্ ফিজিটেরও নেই ঝন্ঝাট্;
টাকা নামে বস্তুর, উঠে গেছে পাট্ ।
আজকাল মঙ্গলে রোদ ভারী কড়া
বুধের সী বিচ নাকি ললনায় ভরা
পাশের গ্রহটি থেকে ফোন দেয় লীরা,
কানে বয় সুধা, আর বুকে জাগে পীড়া
সাল পচিশশো তবু, কামড়াই জিব;
জাতেতে আদম আমি, স্বপনেতে ইভ
চোরকাঁটা বলে ওরে, ভাঙ ঘুম বাপ!
বহুত তো হলো সাই- ফাই আবজাব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।