আমাদের কথা খুঁজে নিন

   

আরও একখানি ফটুক বোলগ

~ ভাষা হোক উন্মুক্ত ~
শানে নজুলঃ বন্ডাই বিচে যাইয়া প্রথমে তো কোন দিকে তাকাইতে পারি নাই লজ্জায়, চোখ আপনা আপনি বন্ধ হইয়া যাইতেছিল, ক্যামেরা নিয়ে গেছি, কি আর করা, বিচ থিকা উলটা দিকে ঘুইরা এই ছবি তুলছি আর কি শানে নজুলঃ এইটাও একই সময়ে তোলা, ফুলটা ভাল্লাগছিলো শানে নজুলঃ যতই লজ্জা পাই, সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওই খানেই শানে নজুলঃ ইহাদের দেইখা লজ্জা খানিকটা কমছিলো শানে নজুলঃ যায়গাটার নাম "কিং ষ্ট্রিট হোয়ার্ফ", এক সময় প্রতি শনি আর রবিবার সকালে এইখানে যাইতাম, সমুদ্রের পাড়ে, খুব সুন্দর একটা যায়গা। শানে নজুলঃ এই ছবিতার নাম দিছি "নির্বাসিত", বড় বড় জাহাজ আর স্পীডবোটের ভীড়ে বেচারা ছোট্ট নৌকা লুকাইছে শানে নজুলঃ ইহা একটি পরগাছা, আমি যেমন অষ্ট্রেলীয়াতে ঝুইলা আছি, তেমনি এইটাও খেজুর গাছে ঝুইলা আছে শানে নজুলঃ একদিন বৃষ্টির সময় দেখি এত্তোবড় রংধনুটা উঠছে, তাই ধইরা রাখছি
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।