আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু (আজকে অথবা ২৮ তারিখ চাচ্চু শিওর না)

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

ব্লগে আমার প্রিয় মানুষের লিস্ট বলতে গেলে মনে হয় শেষ হবে না। এইরকমই খুব প্রিয় একজন মানুষ নাড়িয়া ওরফে নরাধম। প্রথম প্রথম আমি তার পোস্টে যেতাম না কারণ আমি ওই নিকের কাছাকাছি আরেকটা নিক যেটা গালিবাজ ছিল সেটার সাথে গুলিয়ে ফেলতাম। সেই সময় সালাউদ্দীনকে নিয়ে একটা লেখা পড়েছিলাম, অনেক ভাল লেগেছিল কিন্তু নাড়িয়ার পোস্টে তেমন যেতাম না ভয়ে। পরে আস্তে আস্তে দেখলাম আরে! এ তো ভদ্রলোক! এর পোস্টে ভয়ে যাই না! একদিন কথা প্রসঙ্গে বললাম, নাড়িয়া হাসতে হাসতে শেষ। নাড়িয়াকে নিয়ে আমি লিখেছিলাম শুদ্ধভাষায় কথা বলতে পারে না! নাড়িয়া বলেছে এটা ঠিক হয়েছে! অর্থাৎ আমার অনুমান ক্ষমতা ভাল। নাড়িয়া একজন জ্ঞানী পাগল, তার প্রায় সব বিষয় নিয়েই আর্টিকেল পড়া আছে তার সাথে communism নিয়ে অনেক কথা হয়েছিল। নাড়িয়া এ প্রসঙ্গে বলেছিল, তোমার যে জিনিসটা ভাল লাগছে সেটাই তুমি করা থেকে বিরত থাকবে এটাই communism এর রুল। আমি নাড়িয়া চাচ্চুকে বলেছিলাম, ওকে চাচ্চু তোমার তো পড়াশুনা করতে ভাল লাগে ওটাকে ছুড়ে ফেলে দাও পরে অবশ্য communism ভূয়া এটা বলেছে। চাচ্চুর লেখা নিয়ে নতুন করে বলার কিছুই নেই তবে তার স্মৃতিশক্তি নিয়ে ১ট কথা না বললেই না! উনার স্মৃতিশক্তি খুবই দূর্বল তাই উনার জন্মদিন আজকে অথবা ২৮ তারিখ উনি ঠিক শিওর না! শুভ জন্মদিন নরাধম ওরফে নাড়িয়া চাচ্চু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।