আমাদের কথা খুঁজে নিন

   

পথ, চেকিং, এবং হয়রানি - মুক্তি নাই!!!

ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!

ইদানিং দেখি কতিপয় বড় রাস্তার মধ্যিখানে খানকতক ব্যাক্তি দাঁড়াইয়া থাকে। তাহারা ট্যাক্সি কিংবা সিএনজিতে যাত্রী দেখিলেই আগাইয়া আসিয়া তাঁহাদের পথরোধ করিয়া থাকে। : কোথায় যাইবেন? - আপিস্‌ যাইবো। : আপনার ব্যাগখানি খুলিয়া দেখান। - দেখুন।

উহাতে কতক ফাইলপত্র বিদ্যমান। : দেখি পকেটে কি আছে? - দেখুন। উহাতে কতক চাবি, একখানা মোবাইল বিদ্যমান। : নিচে নামিয়া আসুন। আপনাকে চেক করিব।

অতপর শুরু হয় চেকিং এর নামে হয়রানি। ট্যাক্সিযাত্রী মাত্রই জঙ্গী নহে। ইহা তাহাদের কে বুঝাইবে? তদোপরি, কোন জঙ্গী মনে হয় না এতখানি বেওয়াকুফ হইবে যে চেকিং হইবার সম্ভাবনা শতকরা শত ভাগ জানিয়াও ট্যাক্সি কিংবা সিএনজিতে চড়িয়া ওইসকল স্থানে গমন করিবে। বুকে হাত রাখিয়া বলিতে পারিবেন, আপনিও ঢাকায় থাকিয়া এই হয়রানির শিকার হন নাই? চেকিং কিংবা নিরাপত্তা জোরদারকরনের নামে সাধারণ জনতার এই অযথা হয়রানি কি আদৌ কোনদিন সমাপ্ত হইবে? তাহাদের কি কেউ বলিবে না যো উহারা সাধারণ জনতার সহায়তাকারী, হয়রানিকারী নন? সাধারণ জনতার নিরাপত্তার নাম করিয়া সাধারণ জনতাকে হয়রানি করা কতখানি যুক্তিসঙ্গত? বিঃ দ্রঃ অনুগ্রহ করিয়া কেউ ব্যাক্তিগতভাবে লইবেন না। কাহাকেও কষ্ট প্রদানের হীন উদ্দেশ্যে ইহা লিখিত হয় নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।