আমাদের কথা খুঁজে নিন

   

*** ~ দুরালাপনীতে স্বপ্নযাত্রা ~ ***

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
বিপ বিপ ........ ভাইব্রেশনের আওয়াজে ঘুম ভাঙ্গতেই --- >> হ্যালো > কিরে ঘুমায় গেছিস ? >> হুমম ... তুই ঘুমাস না ক্যান ? > ঘুম আসছিলো না যে >> কেন কি হইছে ? কোন সমস্যা ? শরীর খারাপ না তো ? > নাহ ! এমনি ... >> তাইলে ? > তোর সাথে গল্প করতে ইচ্ছা করছিল, তাই কল দিলাম ... >> একটু অপেক্ষা কর, আমি ফ্রেস হয়ে এসে তোকে কল ব্যাক করছি > আচ্ছা ! একটু পরে .... > ঘুম কেটে গেছে নাকি এখনো আছে ? >> চোখে এখনো আছে , ইটস ওকে... কিন্তু তুই বল, তোর কি হইছে ? > নাহ ! তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিলো , তাই মেসেজ না দিয়ে কল দিয়ে জাগালাম ... রাগ করেছিস নাকি ? >> তোর কোন কাজে আমি রাগ করি ? ... > নাহ ! তা করিস না, কিন্তু কালকে সকালে তোর কাজ তবুও ডেকে তুল্লাম যে .... তাই .. >> এবার মহারানীর আদেশটা শুনি , সে ঠিক কি কারনে এসময়ে ফোন করেছে ? > তুই বুঝলি ক্যামনে যে আমি কিছু একটা চাই ? >> সেটা পরে বলবো, আগে তুই বল ... কি করতে হবে ? > আজকাল কেন জানি খুব বেশী দুঃস্বপ্ন দেখছি ... এ জন্য ঘুমুতে ভয় হয় ....একটা স্বপ্ন দে না, সেটা নিয়ে ঘুমাই .... দিবি , প্লিজ ? >> আচ্ছা , .... তবে শর্ত হচ্ছে তুই চোখ বন্ধ করে শুনবি, আর হু , অথবা হুমম ছাড়া আর কোন রিপ্লাই দিবি না ... ঠিকাছে ? > আচ্ছা ঠিকাছে ! >> আয়, আমার হাতটা ধর তো ... আংগুল গুলো দিয়ে শক্ত করে বসিয়ে দে আমার আঙ্গুলের মাঝে ... কোন ভাবেই যেন এটি না ছাড়ায় ... ধরেছিস ? > হুম .... >> আরেকটি হাত আলতো করে রাখ আমার আরেক হাতের উপর ... চোখ বন্ধ করে বুক ভরা নিঃশ্বাস নিয়ে একটু থেমে অল্প অল্প করে ছেড়ে দে ... দেখতো বুকের ভিতরের চাপা কষ্ট টা কমে গিয়েছে না ? > হু ... >> সবুজ ঘাস ছুয়ে ছুটে আসা দুষ্টু বাতাস তোর লম্বা চুলকে এলোমেলো করে দিচ্ছে ... ওগুলোকে সামলানোর দরকার নেই, ওরা আজ মন খুলে খেলতে থাকুক একে অন্যের সাথে ... তুই শুধু ঝিরঝির বাতাসের আনন্দটাকে নিজের গায়ে মেখে নে ... কিরে একটু কেপে উঠলি নাকি ? > উমমম .... >> গাছের পাতায় এক অন্যরকম সুরের মূর্ছনা বেজে চলেছে অবিরাম, কান পেতে দেখ তো শুনতে পাস কি না .... একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা কর .... পাচ্ছিস ? > হু .... >> ভোরের সূর্যকীরনের মিষ্টি আলো জড়িয়ে দিচ্ছে তোর গায়ে ভালোবাসার উষ্ম চাদর ... গাছের ডালে কতশত পাখি গেয়ে চলেছে ... এখনো কি কারো পক্ষে মন খারাপ করে থাকা সম্ভব ? > উহু !!! >> তাহলে আয় এবার আমার বুকে মাথা দে , কান পেতে দেখ তো শুনতে পাস কিনা সেই কথা ... যা তুই শুনতে চাস ...দিন রাত ... সবসময় .... পাচ্ছিস ? > আমি সত্যি সত্যি শুনতে পাচ্ছি ... তোর বুকে হৃৎপিন্ডের ধুকপুকানীতে সেই শব্দ ... এতো সেই শব্দ যা আমি ..... >> শসসসসসস ...... বলতে হবে না , শুধু শুনতে থাক .... চুপ চাপ, এক মনে ... যতক্ষন খুশী ... আর কোন কথা না .... শুধু ঐটা শোন .... খানিক্ষন দু জনেই চুপ চাপ ... এক সময় ফোন লাইনটা কেটে গেল এবং, একজন ঘুমিয়ে পড়ে ঠোটে একটি মিষ্টি হাসি আর চোখে একটা স্বপ্ন নিয়ে ... অন্যজন শক্ত হাতে সেল ফোন হাতে বসে থাকে , সেই স্বপ্ন পূরনের প্রতীক্ষায় ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।