আমাদের কথা খুঁজে নিন

   

৩০ দিনে দেশ ভ্রমন :প্রাক পূর্ব প্রস্তুতি.......

I have miles to go before I sleep

কারও কাছ থেকেই তেমন কোন সাড়া পাওয়া গেল না।ঘরের কেও ত আমার পরিকল্পনায় পাত্তাই দিল না।দেশের বন্ধুদের বললে ওরাও কোন উৎসাহ দেখাল না ওরা বরং বলল অনেক দিন পর দেশে আসবি অনেক মজা হবে আর কত কি হেং তং।আর সামু তে গত পোস্টে লিখলাম কোন ব্লগারি তেমন কোন পাত্তা দিল না। যাই হোক কারো থেকে উৎসাহ না পেয়েই আমার উৎসাহ বেরে গেল হাযার গুন।এখন যে কোন মূল্যেই আমি ৩০ দিনে দেশ চষে ফেলব। ইতিমধ্যেই টিকেট কনফার্ম করলাম।আগামী অক্টোবরের তিন তারিখ দেশে ফিরব এবং সেদিন থেকেই শুরু হবে আমার ৩০ দিনে দেশ ভ্রমন। বাংলাদেশের সের ১০০ তি স্হানে যেতে চাই........... তাই প্রথমেই ১০০ টি সেরা স্হানের লিস্ট করতে চাই।আপনারা উৎসাহ না দিতে পারেন তবে আপনাদের দৃষ্টিতে সেরা কিছু স্হানের নাম দিয়ে কৃতার্থ করিবেন.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।