আমাদের কথা খুঁজে নিন

   

৩টি জুকস

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

১. রিয়াদ সাহেবের কান দুটি কাটা পড়েছে বহু আগে। টিভিতে খবরের জন্যে একজন রিপোর্টার খুঁজছেন তিনি। ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন তিনি, ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ প্রার্থী একগাল হেসে বললো, ‘নিশ্চয়ই স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!’ দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি।

‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ দ্বিতীয় প্রার্থী খানিকক্ষণ চেয়ে থেকে বললো, ‘জ্বি স্যার। আপনার তো দুটা কানই কাটা!’ রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!’ তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’ এবার প্রার্থী বললো, ‘জ্বি স্যার।

আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন। ’ রিয়াদ সাহেব খুশি হয়ে বললেন, ‘বাহ, আপনি তো বেশ --- তা কিভাবে বুঝলেন?’ ‘সোজা। আপনি চশমা পরবেন কিভাবে, আপনার তো দুটা কানই কাটা! ২. মা- অপু তুই আবার কুকুরের লেজ ধরে টানছিস্‌ ! অপু- বা রে আমি আবার কখন লেজ ধরে টানাটানি করলাম ? আমি তো শুধু লেজ ধরে আছি । টানাটানি তো ঐ কুকুরটাই করছে । ৩. ঢাকা-নিউইয়র্ক বাংলাদেশ বিমানের ফ্লাইট চলছে।

এক ভদ্রলোক টয়লেটে গেলেন। গিয়ে দেখেন,আরেকজন কমোডে বসে আছেন। কিছুক্ষন বাদে আবার গেলেন, দেখেন সেই লোকই বসে আছেন। তৃতীয় বারও একই অবস্থা। ভদ্রলোক বিরক্ত হয়ে বিমানের ক্রুকে বললেন " একজনই যদি এতক্ষন ধরে বাথরুম করে তাহলে অন্যরা কখন যাবে??" "ও উনার কথা বলছেন? উনিতো উঠবেন না এ ফ্লাইটে অনেক ভিড় তো! তাই ওটাই ওনার সিট।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।