আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com
আজ ২১ এপ্রিল ২০০৯
আজকের এই দিনে খৃষ্টপূর্ব ৭৫৩ অব্দে জমজ ভাই রমুলাস ও রিমুস কর্তৃক রোম সামরাজ্যের পত্তন হয়।
১০৭৩ খ্রিষ্টাব্দে পোপ আলেক্জান্ডারের মৃত্যু হয়।
১৫২৬ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল শাসনের সুচনা করেন।
১৯১০ খ্রিষ্টাব্দে মার্ক টোয়েনের মৃত্যু হয়।
১৯২৬ খ্রিষ্টাব্দে ১৭ ব্রুটন ষ্ট্রীট, লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ জন্মগ্রহন করেন।
১৯৩৮ খ্রিষ্টাব্দে কবি এবং দার্শনিক আল্লামা ইকবালের মৃত্যু হয়।
১৯৪৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সের নারীরা ভোট অধিকার অর্জন করে।
১৯৪৮ খ্রিষ্টাব্দে আমেরিকায় প্রথম পোলারাইজড ক্যামেরা বানিজ্যক ভাবে বিক্রি শুরু হয়।
১৯৭২ খ্রিষ্টাব্দে নাসা থেকে প্রেরিত এ্যাপোলো ১৬ এর নভোচারী জন ওয়াটস ইয়াং চন্দ্রপৃষ্ঠে অবতরন করেন।
১৯৮১ খ্রিষ্টাব্দে দক্ষিন এশীয় ফোরাম সার্ক গঠিত হয়।
আজকের এই দিনে ................................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।