আমাদের কথা খুঁজে নিন

   

আমার একক চিত্র প্রদর্শনী....!!!

"নব্য রাজাকার গোষ্ঠির প্রবেশ নিষেধ"

স্কেচ গুলো বিভিন্ন সময়ে আঁকা। আমি কোন পেশাদার আঁকিয়ে নই। স্কেচ দেখে তা বুঝতে পারছেন। আর স্কেচ সর্ম্পকে আমার কোন ধারনা নাই । কারন আমি আঁকা আঁকি শিখিনি... তবে মন খারাপ থাকলে আমি পেন্সিল নিয়ে এই ধরনের ভিত্তি হীন স্কেচ আঁকি।

গত দুই বছরে আমি কোন স্কেচ করিনি। তাই বলে গত দুই বছর যে মন খারপ ছিল না তা নয়, আমার মাঝে মাঝে সন্দেহ হয় স্কেচ গুলো আমার কিনা... এই পোস্ট দেখে যদি খারাপ লাগে তার জন্য আমি দায়ী নই! মেয়েটি কে আমি চিনি না.. মানুষ যদি তিন পা ওয়ালা হতো!! বাংলা নববর্ষ.. এই স্কেচটি আমার সবচেয়ে প্রিয়... ২০০৪ সালের বণ্যার স্কেচ মন খারপ ... এই স্কেচটি বাস্তব একটি ফ্রেমকে ফুটিয়ে তুলার চেষ্টা করা হয়েছে, কিন্তু চেষ্টা সফল হয়নি...:-( এখানে মানুষের জানার ইতিহাস তুলে ধরতে চেয়েছি...মানুষের মৌলিক আবিস্কার যেমন, আগুন,চাকা ইত্যাদি থেকে জটিল আবিস্কার স্পেস শাটল, ডিএণএ গঠন,,,,, আরো দুইটি স্কেচ বাদ পড়ে গেছে ...পরে যোগ করব নতুন ছবি::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: জমিতে মই দেয়া ব্যাপারটা আমার জটিল লাগে। অস্পূর্ণ শহর, কারন কোন মানুষ নাই। আসলে ছবি টি শেষ করা হয়নি। এলিয়েনের ছবিটা একটু এডিট করছি ফটোশপে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।