চট্টগ্রাম-মংলা ভায়া শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে চলাচলকারী ২টি ফেরি বিকল হয়ে পড়ায় এ রুটে ফেরি চলাচল বিঘি্নত হচ্ছে। এতে চট্টগ্রাম ও মংলাগামী দুই শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস ফেরিঘাটে আটকা পড়েছে। গত কয়েকদিন ধরে ফেরি কিশোরী ও কস্তুরী ইঞ্জিনের ত্রুটির কারণে বন্ধ রয়েছে। একটি মাত্র ফেরি কবরী দিয়ে গাড়ি পারাপার অব্যাহত রয়েছে।
তা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত আরও দুটি ফেরির দাবি জানিয়েছে গাড়ির চালক ও ঘাট ইজারাদার। কিন্তু সোমবার বিকালে ফেরি কবরীর ইঞ্জিন বিকল হয়ে পড়লে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। কবরী ফেরিটি মেরামত করে যান চলাচলের উপযোগী করলেও তা ৬/৭টির বেশি গাড়ি পারাপার করতে পারছে না। যার ফলে এ রুটে যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।
এতে ভোগান্তিতে পড়তে হয় শত শত গাড়ি ও যাত্রীদের। বর্তমানে একটি ফেরি সার্ভিস চালু থাকলেও পারাপারে পোহাতে হয় দুর্ভোগ।
মো. আবু তাহের (হরিনাথপুর ফেরী সার্ভিসকারী) বলেন, আমরা ইঞ্জিন দেখার জন্য আসছি। এখানে যদি ফেরি মেরামত করা যায় তাহলে ৩/৪ ঘণ্টার মধ্যে গাড়ি পারাপার করতে পারব। ইঞ্জিনের সমস্যা হওয়ায় ফেরি বন্ধ রয়েছে।
বাকি ফেরি দুইটি মেরামত করে চালু করতে দুই একদিন সময় লাগবে। জিতু বেপারীঘাট ইজারাদার বলেন, এই ঘাঁটি বাঁচিয়ে রাখতে হলে এখানে আরও বড় দুটি ফেরি দিতে হবে। এখানে সবসময় যানজট লেগে থাকে। ফেরির অভাবে ভোগান্তিতে পড়তে হয় শত শত গাড়ি ও যাত্রীদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।