আমাদের কথা খুঁজে নিন

   

*** আমার মেয়েবেলা (রটনা নয় ঘটনা সত্যি )

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
শিরোনাম দেখে টাশকী খাওয়ার কিছু নাই ... কাহিনী সত্য ... ঘটনা সংক্ষেপে এইরকম --- (বড় হয়ে যেভাবে শুনেছি তাই লিখে দিলাম) তখন আমি অনেক ছোট, স্কুলে যাওয়া শুরু করিনি তখনো ... প্রতিদিন সকালে দেখতাম আমার আপুনি স্কুলে যায়, ও যতক্ষন স্কুলে থাকে ততক্ষন আমাকে বাসায় একলা খেলা করা লাগে ... কারন বাসাতে ও আমার একমাত্র খেলার সাথী ... সুতরাং এ সময়টাতে আমার মন বড়ই আঁই-টাঁই করতে থাকতো .... ও স্কুলে গিয়ে কি করে না করে সবকিছু এসে বলতো, আর আমিও গোগ্রাসে সে সব গল্প গিলতাম ... মনে হতো যেন , বাসায় আমি সারাদিন খেলা করে যত মজা করি তার চেয়ে বেশী মজা ও স্কুলে করে ... কল্পনাতে এক অন্যরকম জগৎ বলেই মনে হয়েছিলো স্কুল কে ...... সুতরাং একদিন আম্মু আব্বুর কাছে বায়না দিলাম, আমি আপুনির সাথে স্কুলে যাব ক্লাস করতে ... উনারা তো ....বললেন -- ওটা তো গার্লস স্কুল,ছেলেদের ভিতরে ঢোকা মানা .... ওখানে গিয়ে সারা দিন বসে থাকতে হবে ... খেলা করা যাবে না ... হাবিজাবি আরো কত কিছু ... কিন্ত আমার ঐ এক কথা স্কুলে আমি যাবই যাব ....ওরা আমার কথা শোনে না দেখে আম্মুর লিপস্টিক, ফেস পাউডার এমন আরো কি কি জানি এনে দিয়ে বলেছিলাম -- এটা মেখে গেলে তো আর কেউ আমাকে চিনবে না .... সুতরাং প্রয়োজন হলে আমি মেয়ে সেজে হলেও স্কুলে যাব ..... কিন্তু আমাকে যেতেই হবে এর পরে একদিন আপুনি বললো ওদের স্কুলে কি জানি প্রোগামের কারনে ১ - ২ টা ক্লাস হওয়ার পরে সেদিনের স্কুল ছুটি হয়ে যাবে, আমি ওর সাথে যাব কি না ... আমি তো শুনে ২ পায়ে খাড়া .... আম্মুর কাছে গিয়ে বললাম -- আমাকে মেয়ে বানায়ে দিতে , আমি আপুনির সাথে স্কুলে যাব আম্মু আব্বু সবাই বললো মেয়ে হওয়া লাগবে না তুমি এমনিতেই যাও ... আজকে কোন সমস্যা নেই ... তবুও আমি আমার এক কথার মানুষ কি না , এ জন্য শেষমেষ আমাকে সাজুগুজু করে মেয়ে বানিয়ে এর পরে আপুনির সাথে পাঠানো হলো সেদিন স্কুলে আপুনির ক্লাসে আমি কয়েকটা ক্লাস করেছিলাম ... আর স্কুলের সবাই নাকি সবাই আমাকে সত্যি সত্যি মেয়ে ভেবেছিল... আমাকে অনেক আদর ও করেছিল আপুনির ফ্রেন্ড রা ...এর পরে তারা নাকি প্রায়ই আমার কথা আপুনির কাছে জিজ্ঞেস করতো .... (এসব কথা ওর বান্ধবীদের কাছে শুনেছি) আপুনির এক বান্ধবীর ছোট বোনের জন্ম দিনের অনুষ্ঠানে গিয়ে আরেক কঠিন অবস্হার মধ্যে পড়তে হয়েছিলো .... (তার মাত্র কিছুদিন আগে আপুনি ওর ফ্রেন্ডদেরকে বলেছিল যে আমি তার ভাইয়া) ... আমি যাওয়ার পরে ওর বান্ধবী আমাকে তার ছোট বোনকে দেখিয়ে বলেছিল --- বলোতো এ আমার ভাইয়া নাকি আপু ? প্রশ্ন শুনে আমি তো থ ! .... বললাম -- দেখে তো মেয়ে বলেই মনে হয় পরে ঐ আপু হাসতে হাসতে বললো -- ভাল করে দেখো,বেশী কনফিউশন থাকলে *** খুইলা দেখো , নাইলে কয়দিন পরে দেখা যাবে এ ও তোমার মতই *****
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।