আমাদের কথা খুঁজে নিন

   

সেই সে দোয়েল

সামওয়ান উইল উইন দ্য রেস

তুমি এখন অনেক বড় পাল্টে গেছে সেসব বিকেল চায়ের কাপে ল্যাপ্টানো সুখ কাঁদছে সুখে একটি দোয়েল দোয়েল কাঁদে বাঁশের ঝারে বাঁশ মরা ডাল নদীর পারে মানুষ যায় এপার ওপার কে ভগবান কি তার আকার দোয়েল ছিল একটি পাখি পাখির ছিল কয়টি ছানা একটি ছানা উড়লো যখন বাকি সবার ঝরলো ডানা দোয়েল মরে দেয়াল ঘরে ঘরের কোনে তোমার বাড়ি বাড়ির উঠোন চায়ের কাপে বাঁশের ঝারে সাঁকোর আড়ি === সুখী হওয়ার চেয়ে সুখে দেখা অনেক সুখের। অসুখ সুখের অন্তরায় হলেও কখনো কখনো সুখের অনুভুতি দিয়ে থাকে। আজ কিছুদিনের জন্য জার্মানি ছেড়ে যাচ্ছি। গন্তব্য আইসল্যান্ড। ওখানে আমার দাওয়াত, আমার এক বন্ধু থাকে। বিশেষ করে অনুরোধ করেছে যাবার জন্য। আমি না করিনি। কারণ পালানো কখনো কখনো জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।