আমি বিশ্বাস করি ... .. .
এক ঘন্টায় মাত্র একবারের জন্য electrcity চলে যাচ্ছেন । কোথায় যাচ্ছেন জানিনা । কিন্তু চলে যাচ্ছেন । মাঝে মাঝে তিনি এক ঘন্টার আগেও চলে যান । বুঝতে পারছিনা ।
তিনি কি নতুন বিবাহ করেছেন ? বারবার শ্বশুরবারিতে যাচ্ছেন ?
নাকি অন্য কোথাও part time job করেন ?
নাকি একই যায়গাতে বেশি সময় থাকতে তার ভালো লাগেনা ?
আমি বুঝতে পারছিনা ।
দিনের বেলায় তো তাকে বেশি সময়ের জন্য পাওয়া যায়ইনা । এক ঘন্টার জন্য থাকেন , আবার চলে যান । freeze এ খাবার পচে যাচ্ছে । সেই খাবার কোনরকমে খাচ্ছি ।
বাঁচতে তো হবে ।
পানি পাওয়া যায় না । না , wasa এর supply আছে । কিন্তু সেটা tank এ উঠাবার জন্য পানির pump টা ঠিকমতো চালানো যাচ্ছেনা । গোসল করতে পারছিনা ।
শরীরে বাজে গন্ধ । deodrant spray ব্যবহার করে টিকে আছি ।
আমার লেখাপড়া ‘চাঙ্গে’ উঠেছে । রাতে তিনি চলে গেলে আমি অন্ধকারে ডুবে থাকি । বইয়ের লেখা পড়তে পারিনা ।
এক ঘন্টার জন্য আমি অন্ধ হয়ে যাই । বড়ই অসহায় বোধ করি । তার জন্য অপেক্ষা করতে করতে এক সময় চোখ বন্ধ হয়ে যায় । তিনি কখন আসবেন ? তাকে কিভাবে ফিরিয়ে আনব ?
খুব চিন্তায় আছি ।
কেউ কি সাহায্য করতে পারেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।