২ সেপ্টেম্বর চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত হলো ফরিদুর রেজা সাগর রচিত আলোচিত কিশোর উপন্যাস 'ছোটকাকু'র ঈদ-পুনর্মিলনী।
গেল ঈদে চ্যানেল আই 'ছোটকাকু' সিরিজের আট পর্বের 'কঙ্বাজারে কাকাতুয়া' প্রচার করে জনপ্রিয়তা অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির নির্মাতা ও ছোটকাকু চরিত্রের ছোটকাকু আফজাল হোসেন এবং রচয়িতা ফরিদুর রেজা সাগর। এ দুই গুণীজনকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হক, ছোটদের সংগঠন চাঁদের হাটের সভাপতি শাহ আলমগীর এবং উপদেষ্টা ও সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের শুরুতে এসআই টুটুল ও ক্ষুদে গানরাজ-১৩ এর শিল্পীরা ছোটকাকু'র থিম সং পরিবেশন করেন। পরে ছোটকাকু নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ সালাউদ্দিন জাকি, ছোটকাকুর অভিনয়শিল্পীরা, ছড়াকার আমীরুল ইসলাম প্রমুখ। ১৯৭৪ সালে গঠিত চাঁদের হাটের আহ্বায়ক আবদুর রহমান স্মৃতিচারণের এক পর্যায়ে সংগঠনটির নব উদ্যোক্তাদের নাম ঘোষণা করেন। যাদের মধ্যে রয়েছেন সৈয়দ শামসুল হক, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজসহ বিশিষ্টজনরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।