আমাদের কথা খুঁজে নিন

   

দুই হালি পিতা-পুত্র

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
১ ১ম ব্যাক্তি: সকালে ছেলেটাকে খুব মেরেছি। কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে। ২য় ব্যাক্তি: তা তো হবেই বাবার মন বলে কথা। ১ম ব্যাক্তি: না মানে, এখনও হাতটা আমার টনটন করছে। ২ ঢাকার রাস্তায় এক বিদেশী বাচ্চা হারিয়ে গেলে এক বাংগালি এগিয়ে গেল---- ---হোয়াটস ইওর ড্যাড লাইক? ---ফুটবল, বিয়ার এন্ড ফিশিং ৩ ছেলের পালা প্রিয় খরগোশ বার্ধ্যক্যের কারনে মরমর অবস্থা--- ছেলে খুব মন খারাপ করে পাশে বসে আছে।

বাবা গেলেন শান্তনা দিতে-- : দেখ বাবা মন খারাপ করোনা, একদিন সবাইকে মরতে হবে। ও মারা গেলে আমরা মন খারাপ না করে এই ভেবে আনন্দ করব যে ও ঈশ্বরের কাছে পৌছে আনন্দে আছে। তাতে ওর আত্মা শান্তি পাবে। তাছাড়া ভেবে দেখ ওর সাথে আমাদের কত আনন্দের সময় কেটেছে। আইডিয়াটা ছেলের মনে ধরল।

: তা হলে কিভাবে আমরা আনন্দ করব? : একটা পার্টি হতে পারে। : সেই পার্টিতে কি তুমি আমার প্রিয় কেক আনবে? : হ্যা তুমি চাইলে আনব। : চকলেট?? : অবশ্যই। : সেই পার্টিতে আমি আমার বন্ধুদের আসতে বলতে পারব?? : কেন নয়? ওরা না আসলে মজা হবে কি করে? : সেই পার্টিতে কি আমরা বেলুন দিয়ে ঘর সাজাব? : অবশ্যই সাজাবো বাবা। : তা হলে চল বাবা আমরা খরগোশটাকে এখনই মেরে ফেলি ! ৪ বাবা: কিরে! কাদছিস্ কেন? ছেলে: মা মেরেছে।

বাবা: তাতেই কাঁদতে হবে?? আমাকে কি কখনও কাঁদতে দেখেছিস? ৫ বাবা: এত্ত দাম দিয়ে পুরানো দিনের গানগুলো রেকর্ড করে আনলাম আর তুই কিনা রেকর্ডগুলো ভেঙে ফেললি, হত"ছাড়া কোথাকার! ছেলে: শচীন, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ওরা তো রেকর্ড ভেঙেছে...। কই ওদের কে তো কেউ এভাবে মারেনি। ৬ বাবা: "কিরে খোকা, তোর না টনসিলের সমস্যা, আর তুই কিনা আইসক্রিম খাচ্ছিস? ঠাণ্ডা লাগবে তো। " ছেলে: "না বাবা ঠাণ্ডা লাগবে না। আমি তো সুয়েটার পড়েই আইসক্রিম খাচ্ছি।

" ৭ একদিন এক হোটেলে ছেলে এবং বাবা খেতে বসলো- বাবা: করিম তুই ডিম দিয়া ভাল করে খাইয়া ল। ছেলে: আব্বা আমারে যে ডিমটা দিছে ঐটার ভেতরে তো মুরগীর বাচ্চা ফুটে গেছে। বাবা: করিম, তাহলে তাড়াতাড়ি খাইয়া ফেলা, নইলে হোটেল মালিক জানলে তখন বাচ্চার দামসহ লইব। কাউরে কইছ না কিন্তু! ৮ ছেলে দৌড়ে এসে বাবাকে বলছে, জানো আব্বু, ভাইয়া না এই মাত্র একটা পোকা খেয়ে ফেলেছে। : বলিস কি! চল চল তাড়াতাড়ি।

ছেলে বিজ্ঞের ভঙ্গিতে বলল, ভয় নেই আব্বু, আমি সাথে সাথে ভাইয়াকে পুরো এক শিশি পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।