Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
১
১ম ব্যাক্তি: সকালে ছেলেটাকে খুব মেরেছি। কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে।
২য় ব্যাক্তি: তা তো হবেই বাবার মন বলে কথা।
১ম ব্যাক্তি: না মানে, এখনও হাতটা আমার টনটন করছে।
২
ঢাকার রাস্তায় এক বিদেশী বাচ্চা হারিয়ে গেলে এক বাংগালি এগিয়ে গেল----
---হোয়াটস ইওর ড্যাড লাইক?
---ফুটবল, বিয়ার এন্ড ফিশিং
৩
ছেলের পালা প্রিয় খরগোশ বার্ধ্যক্যের কারনে মরমর অবস্থা---
ছেলে খুব মন খারাপ করে পাশে বসে আছে।
বাবা গেলেন শান্তনা দিতে--
: দেখ বাবা মন খারাপ করোনা, একদিন সবাইকে মরতে হবে। ও মারা গেলে আমরা মন খারাপ না করে এই ভেবে আনন্দ করব যে ও ঈশ্বরের কাছে পৌছে আনন্দে আছে। তাতে ওর আত্মা শান্তি পাবে। তাছাড়া ভেবে দেখ ওর সাথে আমাদের কত আনন্দের সময় কেটেছে।
আইডিয়াটা ছেলের মনে ধরল।
: তা হলে কিভাবে আমরা আনন্দ করব?
: একটা পার্টি হতে পারে।
: সেই পার্টিতে কি তুমি আমার প্রিয় কেক আনবে?
: হ্যা তুমি চাইলে আনব।
: চকলেট??
: অবশ্যই।
: সেই পার্টিতে আমি আমার বন্ধুদের আসতে বলতে পারব??
: কেন নয়? ওরা না আসলে মজা হবে কি করে?
: সেই পার্টিতে কি আমরা বেলুন দিয়ে ঘর সাজাব?
: অবশ্যই সাজাবো বাবা।
: তা হলে চল বাবা আমরা খরগোশটাকে এখনই মেরে ফেলি !
৪
বাবা: কিরে! কাদছিস্ কেন?
ছেলে: মা মেরেছে।
বাবা: তাতেই কাঁদতে হবে?? আমাকে কি কখনও কাঁদতে দেখেছিস?
৫
বাবা: এত্ত দাম দিয়ে পুরানো দিনের গানগুলো রেকর্ড করে আনলাম আর তুই কিনা রেকর্ডগুলো ভেঙে ফেললি, হত"ছাড়া কোথাকার!
ছেলে: শচীন, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ওরা তো রেকর্ড ভেঙেছে...। কই ওদের কে তো কেউ এভাবে মারেনি।
৬
বাবা: "কিরে খোকা, তোর না টনসিলের সমস্যা, আর তুই কিনা আইসক্রিম খাচ্ছিস? ঠাণ্ডা লাগবে তো। "
ছেলে: "না বাবা ঠাণ্ডা লাগবে না। আমি তো সুয়েটার পড়েই আইসক্রিম খাচ্ছি।
"
৭
একদিন এক হোটেলে ছেলে এবং বাবা খেতে বসলো-
বাবা: করিম তুই ডিম দিয়া ভাল করে খাইয়া ল।
ছেলে: আব্বা আমারে যে ডিমটা দিছে ঐটার ভেতরে তো মুরগীর বাচ্চা ফুটে গেছে।
বাবা: করিম, তাহলে তাড়াতাড়ি খাইয়া ফেলা, নইলে হোটেল মালিক জানলে তখন বাচ্চার দামসহ লইব। কাউরে কইছ না কিন্তু!
৮
ছেলে দৌড়ে এসে বাবাকে বলছে, জানো আব্বু, ভাইয়া না এই মাত্র একটা পোকা খেয়ে ফেলেছে।
: বলিস কি! চল চল তাড়াতাড়ি।
ছেলে বিজ্ঞের ভঙ্গিতে বলল, ভয় নেই আব্বু, আমি সাথে সাথে ভাইয়াকে পুরো এক শিশি পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।