আমাদের কথা খুঁজে নিন

   

আইন মন্ত্রী বলেন খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার জন্য নোর্টিশ দেয়া হবে এ সপ্তাহে ,নোর্টিশ পাওয়ার পর বাড়ি না ছাড়া হলে খালেদার বিরুদ্ধে মামলা করা হবে।অন্যদিকে জাপা খালেদা জিয়ার বাড়ির আইনানুগ সমাধান চায়।

***শোলক ***

আইন মন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ বলেন-১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্টের ১১ ধারা অনুযায়ী সেননিবাসের বাড়ি ছেড়ে দেয়ার জন্য বিরধী দলিয় নেতা খালেদা জিয়ার কাছে চলতি সপ্তাহে নোর্টিশ পাঠানো হবে। নোর্টিশ অনুযায়ী বাড়ি ছাড়া না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা ও নেয়া হবে। তিনি আরো জানান, নোর্টিশ পাওয়ার পর তিনি যদি বাড়ি না ছাড়েন তার বিরুদ্ধে মামলা করা হবে। আইন মন্ত্রী বলেন,ক্যান্টনমেন্ট এলাকায় বেসামরিক ব্যাক্তি হিসাবে বসবাস করে রাজনিতী করা কোনভাবেই আইনসিদ্ধ হতে পারে না। সোমবার আইন মন্ত্রণালয়ে এই সমদ্ধে এক বৈঠক শেষে আইন মন্ত্রী এসব্কথা জানান। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলোছেন বি এনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির ইজারা বাতিলের বিষয়টি আইনানুগ সমাধান চায় জাতীয় পার্টি।তবে এটা মনে রাখতে হবে,জাতীয় পার্টি মহা জোটের অংশ।সরকারের সিদ্ধান্তের বাহিরে আমরা নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।