আজ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। এই দিনে মার্কিন দেশে 'লেবার ডে' পালিত হয়। আমরা যেমন, ১মে 'মহান মে দিবস' আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি, আমেরিকায় তেমনটি হয়না।
কাকতালীয় ভাবে আমি আজ আমেরিকার শিকাগো শহরেই অবস্থান করছি। সকালবেলায় গিয়েছিলাম ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের সেই ঐতিহাসিক স্থান 'হে মার্কেট' অঞ্চলে।
শিকাগোবাসীরা সম্ভবত তুলনামূলক একটু উদারপন্থী। অথবা শিকাগো সিটি প্রশাসনে হয়তো কখনওবা শ্রমিকপ্রেমী উদারপন্থী কোন ব্যক্তি বা দল ক্ষমতায়িত হয়েছিলো, তখন ঐ এলাকায় হয়তো সেই নির্দিষ্ট জায়গাটিতেই যেখানে 'হে মার্কেট কমপ্লেক্স' ছিল তার সামনে মালবাহী ভ্যানের উপরে দাঁড়িয়ে শ্রমিক নেতারা বক্তৃতা দিয়েছিলেন, সেই স্থানটিতে একটি স্মৃতি-ভাস্কর্য, "হে মার্কেট মেমোরিয়াল" নির্মিত হয়েছে।
অধমের একটি অতি সাধারন ক্যামেরায় কাঁচা হাতে তোলা ঐ মেমোরিয়াল এবং মার্কেটের অথবা ঐ স্থানের কিছু ছবি দেয়া গেল।
[img][/img]
[img][/img]
[img][/img]
[img]
[/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
[img][/img]
কৃষক, শ্রমিক, জনতার জয় হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।