যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
গত পাঁচ বছর বলে এসেছি- সারা বছর যারা মিরপুর চিড়িয়াখানায় যায়, তারা পহেলা বৈশাখ যায় চারুকলায়। ২০০৪ সালে নতুন ক্যামেরা নিয়ে চারুকলায় গিয়েছিলাম ছবি তুলতে। প্রচণ্ড গরমে আর লোকজনের ভীড়ে শিক্ষা হয়ে গিয়েছে সেদিন, আর সে শিক্ষা নিয়ে চলেছি পরের বছরগুলো।
এবার মনে হল, এভাবে এড়িয়ে যাওয়াটা হয়তো ঠিক নয়। ছবি তুলে জীবন পার করে দেয়া ইচ্ছেটা যেহেতু আছে, কাজেই সব পরিবেশে, সব পরিস্থিতিতে ছবি তোলা দরকার।
এখানে "ভালো লাগেনা" কথাটি না বলাই ভাল।
খোঁজ লাগালাম জোনাথনের। নাম জোনাথন মুন্সি, আমেরিকান বাংলাদেশি, ফটোগ্রাফির পাগল। সঙ্গে পুরো আমেরিকান ফটোগ্রাফি লাভার জিওফ্রে হ্যালার, ম্যাপ ফটো এজেন্সির খালেদ সাত্তার আর আমি। ভোর সাড়ে পাঁচটায় যখন জোনাথনকে ফোন দিলাম তখন শুনলাম ওরা অলরেডি শাহবাগের দিকে রওনা হয়ে গেছে।
ফলে আমি একাই গেলাম।
সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ছিলাম রমনায়, তারপর চলে এসেছি চারুকলায়। বেলা একটা পর্যন্ত সেখানেই ছিলাম। দেখা হলো ডেইলি স্টারের জাকির হোসেন, বিডি নিউজের মোস্তাফিজ মামুন, এপির পাভেল রহমানসহ বেশ কয়েকজনের সঙ্গে।
প্রায় শ' দুয়েক ছবি তুলেছি এ সময়ের মধ্যে।
সেখান থেকে কয়েকটি তুলে দিলাম এখানে।
এটাই আমার কাছে বাংলাদেশের চেহারা। সামাজিক নানা সীমাবদ্ধতা থাকলেও মনের ভেতর আছে উৎসবে যোগ দেয়ার মানসিকতা।
পুলিশ বাহিনীর এ নরী সদস্য ডিউটি দিচ্ছিলেন রমনা বটমূলে। পেশার সঙ্গে উৎসবের কি কোনো বিরোধ আছে?
বাংলার আরেক নমুনা।
"যার যা আছে তাই নিয়ে" উৎসবে যোগ দেয়া
চারুকলায় চলছে ঢোলের তালে নাচ
আহারে বেচারা ভাষ্কর্য, তরুনী কেশের ঘ্রাণ তার জানা হবে না কখনো
এমন অবাক দৃষ্টি আর সারল্য ভরা চোখ এ বয়সেই সম্ভব
সেদিন দুজনে
(কেবল এরা নয়, গতকাল যে যার মতো করে যার খুশি তার ছবি তুলেছে। বাধা দেয়নি কেউ, অনেকে আবার স্মিত হেসে জানতে চেয়েছে অন্য কোনোভাবে "পোজ দিতে" হবে কি না।
কে কার প্রতিবিম্ব?
পুলিশের এর চেয়ে ভালো পারট্রেইট তুলতে পারিনি গতকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।