আমাদের কথা খুঁজে নিন

   

ছাগল,হায়েনা,গেলমান এবং বাসি মূত্র

বিকট

ভুলে যাওয়াটাই যেন সবচে সহজ চারটে দশক বড় দীর্ঘ সময় সমরের স্মৃতি আজ কে বা করে খোঁজ? চাঁন তারা বলে আজ বাংলার জয়! ভুলে যাওয়াটাই যেন সবচে সহজ লাখো রক্তের স্মৃতি বিস্মৃত আজ হায়েনারা ক্ষুধার্ত,কবে পাবে ভোজ উবে গ্যাছে ঘৃণা,আর উড়ে গ্যাছে লাজ। ভুলে যেতে পেরে ফেলি স্বস্তির শ্বাস! বিকলাঙ্গ যোদ্ধারা অনাহুত এই বেশ ভালো,সবে মিলি করি বাস সাহসী বোকারা খাক লাথি আর গুঁতো। ভুলে যেতে চাইলেই ভোলাটা কি যায়? এর চেয়ে চল করি গণসাক্ষর এর থেকে বড় আজ আছে কি উপায়? রাজাসনে বসে যারা সব মুখফোঁড়। এই হবে,সেই হবে কত আশ্বাস! সুবিধাবাদিরা জানে কত ছলাকলা! ক্রমাগত মরে আমাদের বিশ্বাস বেঁচে থাকে সুপ্রাচীন প্রাণী আরশোলা! আরশোলা,ছাগল আর হায়েনার দল, ভালই আছিস পাকি পশ্চাৎ চেটে! তোদের জন্যে বাসি মূত্রের জল পুরীষের সাথে মিশ করে খাস বেঁটে! ভুলে যাওয়াটা অত সোজা নয় সোনা! লেজ দেখে চেনা যায় কে যে কি যে খান তোদের নিয়ে যত আছে জানাশোনা জানি তোরা চিরদিনই রবি গেলমান। ##ছবির জন্যে কৃতজ্ঞতা ব্লগার সোজা কথার কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।