আমাদের কথা খুঁজে নিন

   

আজ্ বাঙলা তািরথ কত?

কখনো ভাবিনি আগে।

আচ্ছা বলুনেতা বর্ষ বরেণর প্রািপ্তটা িক? আমরা সাধারনত বাংলা তািরখ ব্যবহার কিরনা। ইংেরজী তািরখ ব্যবহােরই সুিবধা েবশী। তেব পেহলা ৈবশােখর িদন েনা কেম্প্রমাইজ। ৈবশাথী শািড়, জামা , সাজুগুজু আেরা কত িক! এিদন পান্তা ভাত িদেয় ইিলশ েথেয় সবাই বাঙালী সাজার েচষ্টা কির।

তেব সকল বঙালী সারা বছর িতনিদন বাংলা তািরখ বলেত পাের; আগামীকাল পেহলা ৈবশাখ, আজ পেহলা ৈবশাখ ও গতকাল পেহলা ৈবশাখ িছল। প্রিত বছর বাংলা বর্ষ বরেণ এটাই আমােদর একমাত্র পাওয়া। তেব আমােদর গ্রামগুেলােত এখেনা অেনক মানুষ আেছ যারা বাংলায় িদন গননা কের। কখন ধান কাটার সময় হেব, কখন আম পকেব, কখন েখাকা বাড়ী আসেব ইত্যািদ। তেব বাংলা বর্ষ বরেণ িকন্তু তারা আমােদর মত ফুির্ত করার সুেযাগ পায় না।

বর্ষ বরেনর জন্য শহের এত আেয়াজন না কের যিদ গ্রােমর ্ৈ মানুষগুেলার কােছ িফের যা্ই আর েসটাই জাকযমকপুর্ণ কের সরাসির সম্প্রচার কির তেবই পেহলা ৈবশােখর আসল সাধ পাওয়া যােব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।