আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।
সর্বপ্রথম সবাইকে জানাই শুভ নববর্ষ।
ডিসকভারি চ্যানেলের একটা সায়েন্স শোতে একটা মজার জিনিষ দেখলাম। ৩০ সেকেন্ডের মধ্যে একজনের একহাত অন্যহাতের চেয়ে ছোট হয়ে গেল! একটা ছোটখাট ব্যয়ামের মাধ্যমে এটা করা সম্ভব।
এটা সাময়িক, কিছু সময় পর এমনিতেই ঠিক হয়ে যাবে। তাহলে শুরু করুন:
১. সোজা হয়ে দাড়ান। দু'হাত সামনে বাড়িয়ে দিন। দেখুন সৃষ্টিকর্তা আপনার দুটো হাত ঠিকমত ইন্সটল করেছেন কিনা! সমান আছে তো?
২. এবার দু'হাতের তালু আকাশের দিকে রাখুন, অর্থাৎ চিৎ করে রাখুন।
৩. এবার বা'হাত স্থির রেখে ডান হাত কনুই ভেঙে কাঁধে ছোঁয়ান।
আবার সোজা করুন।
৪. ৩ নং স্টেপ ৩০ সেকেন্ড রিপিট করুন।
এখন দেখুন, দুহাত সমান কিনা!
আবার ভাববেন না সারাজীবনের জন্য আপনার হাত ছোট হয়ে যাবে! আমি ট্রাই করে দেখেছি, দশ সেকেন্ডের মাথায় এটা ঠিক হয়ে যায়। এটা বাম ও ডান হাত উভয় হাতেই করা সম্ভব।
এর কারণটা আমি পুরো শুনতে পারি নি, সম্ভবত পেশীর ক্রমাগত সংকোচন-প্রসারণের কারণে কিছু একটা হয়, যার জন্য সাময়িক সময়ের জন্য এটা হয়।
পেশী স্বাভাবিক অবস্থায় ফিরে গেলে আবার তা ঠিক হয়ে যায়।
তথ্যসূত্র: Brainiac, Discovery Channel
অনুলিপি: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।