আমাদের কথা খুঁজে নিন

   

** সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আর আমার অন্যরকম একটি বর্ষবরণের অভিজ্ঞতা **

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

দুর দেশে বসে গত কয়েকদিনে যে জিনিসটি নিয়ে দেশের কাছের মানুষগুলোর সাথে কথা হয়েছে তার প্রধান একটি ছিল পহেলা বৈশাখের বর্ষবরণের প্রস্তুতি ... ব্লগেও আজকাল এ জাতীয় লেখাগুলো পড়ার কারনে মনের মাঝে অদম্য ইচ্ছা জেগেছিল ... দেশের সকলের সাথে আমিও বর্ষবরণে অনেক আনন্দ করবো ... কিন্তু কিভাবে ? এখানে তো দেশের মতো অমন কোন অনুষ্ঠান হয় না , তাহলে উপায় ? প্রথমে মনে হলো পহেলা বৈশাখের দিনে পান্তা ইলিশ খাব ... কিন্তু পান্তাভাত না হয় খাওয়া যাবে কিন্তু যে মানুষের যে কোন মাছের গন্ধে বমি আসে সেই মানুষ ইলিশ খাবে কিভাবে ? ... সুতরাং এ প্ল্যান বাদ এর পরে মনে হলো সারা রাত দিন একটানা কাছের মানুষগুলোর সাথে অনলাইনের গল্প করে কাটিয়ে দিবো , একসাথে ভোরের সূর্য দেখবো, দেশে উদীত নতুন বছরের প্রথম আলো দেখবো ... কিন্তু যখন জানতে পারলাম সবারই খুব সকাল বেলা বের হওয়ার প্ল্যান আছে, আবার কারো কারো রাতের বেলায় বর্ষবরন অনুষ্ঠানের প্রস্তুতির জন্য বাইরে ব্যস্ত সময় কাটাতে হবে ... তাই এ প্ল্যানটাকেও বাদ দিতে হলো ... এবার ফাইনালি ভাবলাম এক কাজ করা যায়, যাই হোক না কেন নিজের সব কাজকে গুছিয়ে ফেলে দেশের সময়ে ঠিক রাত ১২:০০ টায় কাছের মানুষগুলোর সাথে অল্প হলেও কথা বলে বর্ষবরণের আনন্দে নিজেকে সংযুক্ত করবো .... এবার মনে মনে ১ ২ ৩ ৪ ৫ জনের নাম ঠিক করলাম যারা আমার সবচেয়ে কাছের মানুষ ... আমি জানি আমি না করলেও ওরা আমাকে টেক্সট / কল করবেই করবে .... চৈত্রের শেষ দিনে সকাল গড়িয়ে দুপুর হলো .... মনের মাঝে কেমন জানি এক নিঃসঙ্গতার কালো ছায়া নিজের অবস্হান জানান দিচ্ছিল ... তাই একে একে মনে করতে লাগলাম সেই সব নানা রং এর উৎসবমূখর ফেলা পহেলা বৈশাখের দিন গুলোকে .... ভোরের আলো ফোটার সাথে সাথে গেয়ে ওঠা রমনার ছায়ানটের সেই অনুষ্ঠান, চারুকলায় গিয়ে গালে আল্পনা এঁকে সারা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে ঘাস ফড়িং এর মতো তিড়িং বিড়িং ঘুরে বেড়ানো ... হাসি আনন্দে ভরে থাকা মন খুলে উচ্ছাসের সেই সব স্মৃতি ..... এর মাঝেই হঠাৎ মনে পড়লো ৮ বছর আগের সেই দিনটির কথা , যেদিন মাত্র কয়েক হাত দুরে থাকায় বেঁচে গিয়েছিলাম রমনা বটমূলের বোমা হামলা থেকে ..... এর পরে বিকট শব্দ, ধোয়া আর মানুষের চিৎকারে বিভৎস সেই রুদ্ধশাসের ক্ষনটি... কিছু দুরে দেখতে পেয়েছিলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা আহত মানুষের দেহ গুলো, মাংস পোড়ার গন্ধে কয়েকজনের বমি হওয়া ... নাহ !! আর ঐ স্মৃতি মনে করতে চাই না আজকের দিনে .... কিন্তু মনটাকে আর বেধে রাখতে পারলাম না .... তাই আস্তে আস্তে বের হয়ে পড়লাম কোন নির্জন জায়গার সন্ধানে , ভাবলাম কিছুক্ষন সময় একলা কাটালে হয়ত একটু ভাল লাগতে পারে .... একসময় হাটতে হাটতে চলে গেলাম নির্জন এই নদীর পাড়টিতে , এখানে আগেও আসতাম ... মন যখন বেশী খারাপ হতো তখন এখানে কিছু সময় একলা কাটালে মনটা বেশ ভালো হয়ে যেত ... সে কারনেই আজ এখানে আগমন .... সামনের বাঁক টা নিতেই দেখা হলো এক পুরোনো বন্ধুর সাথে .... তাকে বললাম, আজকে কিসের দিন জানো ? আজকে আমার দেশের নববর্ষ পালন করা হবে, তুমিও কি সে আনন্দে এক হতে চাও ? .... তার নিরবতাকে সম্মতি ধরে নিয়েই বসে পড়লাম আমার সেই বন্ধুটির পাশে .... এই দেখেন আমার বহুদিনের পরোনো সেই বন্ধুটির ছবি কিছুক্ষন পরে দেখি ৩টি রাজহাঁস রাজকীয় ভঙ্গীতে এগিয়ে আসছে আমার দিকে .... ওদেরকেও বললাম .... আজকে আমার সাথে বর্ষবরণের থাকবে কি না ... ওমা ! ওরা দেখি আর দুরে গেল না ... আমার আশে পাশেই গুটুর গুটুর করে ঘুরা ঘুরি শুরু করলো ... এবার সময় দেখবার পালা ... আর মাত্র কয়েক মিনিট আমার এখানে সূর্য অস্ত যাবে আর ওদিকে শুরু হবে নতুন দিনের সূচনা ... (বাংলাদেশে) রাত ১২টা বাজতে আর কয়েক মিনিট বাকি, মনের ভিতরে অন্যরকম এক সুরের ধ্বনি শুনতে পাচ্ছি ... সেল ফোন দুটোকে হাতে নিয়ে বসলাম .... জানি এখনই ফোন অথবা টেক্সড আসবে .... এরপরে দেশের সময়ে ১২টা বাজলো .... কেউ ফোন বা টেক্সট পাঠালো না , কয়েক মিনিট অপেক্ষার পরে আমি নিজেই সবাইকে টেক্সট পাঠাচ্ছি ... এর মাঝে হঠাৎ একটা বিপ টোনে .... এক লাফে আমি দাড়িয়ে গেছি, দেখি ৫ নং সিরিয়ালে যার নাম ঠিক করে রেখেছিলাম সে ম্যাসেজ দিয়েছে ... অন্যদের শুভেচ্ছা পাঠানোর সাথে সাথে তাকেও রিপ্লাই পাঠালাম .... এর পরে দেখি ২নং এ যার নাম ঠিক করেছিলাম সে টেক্সট পাঠিয়েছে .... আমার আনন্দ আর ধরে না ... তাকেও রিপ্লাই দিয়ে বসে আছি আর কেউ না হোক বাকি ৩ জন তো দিবেই দিবে ....বসে বসে ভাবছি ওরা প্রথমে না দিতে পারুক আমার টেক্সট পেয়ে রিপ্লাই তো দিবে ফোন করলাম দেখি লাইন পাওয়া গেল না কোনো নং এ ..... অপেক্ষায় বসে থাকতে থাকতেই একসময় সূর্য মামা জানান দিলো আমার বাড়ি ফেরার সময় হয়েছে .... অতঃপর .... পুরোনো বেন্চ, নদীর পাড় আর রাজ হাঁস গুলো আর অস্তমিত সূর্যের কাছ থেকে বিদায় নিয়ে এক সময় ঘরে ফিরলাম .... কাছের সেই ব্যস্ত মানুষগুলোর কাছে আজকে আমি হয়তো এক যান্ত্রিক চলমান মানব হয়ে গিয়েছি ... তাই আর ওরা আমাকে একবারের জন্যও বললো না --- শুভ নববর্ষ। ব্লগীয় সকল বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা .... সবাই অনেক অনেক ভাল থাকুন .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।