কবিতার ছেলে।
ধরে নাও আমার জন্ম
লোকালয় কিংবা ব্যস্ত
মানবসমাজ থেকে অনেক দূরে,
গহীন আমাজনের ঝোপ-ঝাড়ে ভরা
একটা জংলী পরিবেশে।
যেখান থেকে তোমাদের দাম্ভিক
লোকালয়ে ফেরার সৌভাগ্য বা
সাহস আমার নেই।
স্কুল কলেজ কিংবা সুশিক্ষায়
দীক্ষিত হবারও উপায় নেই,
ধর্মের কলকাকলিতে -
মুখরিত হবার সুযোগ নেই।
আমি নিথর হয়ে ঘুরে বেড়াচ্ছি
আমার ক্ষুধা নিবারনের লক্ষ্যে।
কখনো বৃক্ষরস কিংবা মৃতশাবকের মাংসে
মিটাতে হচ্ছে ক্ষুধাজ্বালা।
অশিক্ষা, কুশিক্ষা আর রোগ রক্তে
ভরা যে জীবন আমার।
শিরা-উপশিরায় আমার যে পাশবিকতা
হয়তো চিরাচরিত নিয়মে প্রাপ্ত
আমার উত্তোরসুরি থেকে।
আমি জানিনা কিভাবে মনুষ্যত্ব অর্জিত হয়।
বা অর্জন করতে হয়।
পাহাড়ের গুহায় কত স্বর্নের খনি
এখানে ওখানে পড়ে থাকা
হিরা মানিক মুক্তা -
কিন্তু বে খেয়ালী ।
কারন আমি ক্ষুধার্ত।
কতশত দিন কাটে রাত আসে
সব আমার অগোচরেই।
তখন ভেবেছ কি
আমার নববর্ষের আনন্দটা কোথায়।
আমার পান্তা-ইলিশের সাধটা কোথায়।
ধর -
আমারই মায়ের গর্ভে তোমার জন্ম।
তাহলে কেমন হতো ভাবতো একটু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।