আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: বাগাডা উপজাতির গ্রাম

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

দিন পনেরো আগে ভারতের তামিলনাড়ু প্রদেশের নীলগিরি পাহাড়ের কোলে ছোট্ট শহর কোটাগিরিতে গেছিলাম ৷ জায়গাটা তামিলনাড়ুতে হলেও ওখানে মূল জনস্রোতের তামিলভাষী মানুষ ছাড়াও অনেক পাহাড়ী উপজাতির মানুষ থাকেন ৷ অনেক তথাকথিত সভ্য মানষ আছেন যারা উপজাতি মানে কেবল বর্বরদের বো্ঝেন ৷ এদের দেখলে অবশ্য সেইসব জাত্যাভিমানীদের ভুল ধারণা কিছুটা কাটবে ৷ নীলগিরির বিভিন্ন উপজাতির মধ্যে কোটা, বাগাডা, তোডা ইত্যাদি প্রধান ৷ এদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে ৷ তবে কাজের সুবিধার জন্য অনেকেই ইংরাজী ও তামিল ভাষা শিখে নিয়েছেন ৷ একটা ট্রেকিং এর সময় পাহাড়ের কোলে বাগাডা উপজাতির একটা গ্রামে গিয়েছিলাম ৷ গ্রামের সামনেই এদের নিজস্ব রীতিতে তৈরী মন্দির ৷ সবকটা বাড়ী পাকা হলেও চালগুলো টালির ৷ বর্তমানে তারা শুধু অনুষ্ঠানে তাদের জাতীয় পোশাক পরেন ৷ তাই তাদের ছবি না দিয়ে শুধু তাদের মন্দির ও গ্রামের ছবি দিলাম মন্দির মন্দিরের গায়ে বুনো মহিষের ছবি গ্রাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।