আমাদের কথা খুঁজে নিন

   

দেশ বাচাও মানুষ বাচাও

শািন্তর প েথ আমরা সবাই

সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন "দেশ বাচাও মানুষ বাচাও " এখন স্লোগান হল " বাড়ী বাচাও আমাকে বাচাও " । এখন আপনার জন্য আন্দোলন করছেন নেতারা । তা কি লাভ হবে দেশের মানুষ কি এইটা বিস্বাস করবে । নিবাঁচনে হেরে গিয়ে স্লোগান ভুলে গেছেন । জনগন কে বলছেন আমার বাড়ীটা রক্ষা কর ।

কেনই বা জনগন আপনার বাড়ীটি রক্ষা করবে এতে জনগনের কোন লাভ হবে । আপনি কি ভুলে গেছেন জহির রায়হানের পরিবারকে কয়েকবার বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন । কয়েক বার পুলিশ আর আপনার মাস্তান পাটিয়ে তাদের বাড়ি থেকে উৎখাত করার চেষ্টাও হয়েছে । একটি পরিবারে উদারন দিলাম এই রকম আর ও শহীদ পরিবার কে উৎখাত করেছেন। আমি মনে করি বেগম জিয়ার অনেক সম্পদ আছে এই রকম কয়েক টি বাড়ী ক্রয় করতে পারবেন ।

আপনি বাড়িটি ছেড়ে দিন শহীদের জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।