আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই

কিছু মানুষের কথা শুনলে মনে হয় তারা ছাড়া দেশের বাকিরা সব "কাঠবলদ", শুধু তারাই দেশকে ভালোবাসে, তাদের এই বাড়াবাড়ি রকমের দেশপ্রেমটা (chauvinism) তখনই আরো ভয়ঙ্কর হয়ে উঠে - -->"যখন তারা রাস্তায় না নামা মানুষদের সুবিধাবাদী/অলস/ভীতু/কাপুরুষ/ছাগুবান্ধব/জন্মপরিচয়বিহীন/দেশপ্রেম-বিবর্জিত বলে", -->"যখন তারা রাস্তায় অথবা চিকিতসালয়ে অবস্থানরত রোগীদের কষ্ট-দুঃখকে জনতার দাবি আদায়ের ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করে", -->"যখন তারা কোন অতি সাধারণ নিম্নমধ্যবিত্ত বাঙ্গালি ছেলেকে "পটেনশিয়াল ছাগু" বলে গদাম দেয় শুধু এই কারণে যে সে তার দেশের মত তার ধর্মীয় বিশ্বাসকেও সমানভাবে ভালোবাসে", -->"যখন তারা সবার সব কথার মধ্যে রাজাকার-রাজাকার গন্ধ পায়", -->"যখন তারা জাতীয় ঐক্যমতের ইস্যুতেও ধর্মের নামে কলঙ্ক লেপন করে, অর্থাৎ তারা নিজের অবিশ্বাসকেই সবার মধ্যে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চায়", -->"যখন তারা ফেসবুকে শুধু অবিশ্বাসীদের সাথেই সদাচরণ করে, বিশ্বাসীদের (হিন্দু/মুস্লিম/বৌদ্ধ/খ্রিস্টান) সাথে ছাগুসুলভ আচরণ করে"... এসব উগ্র পক্ষপাতদুষ্ট লোকের অনলাইন-অফলাইন আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য অবিলম্বে দেশের সংবিধানে "ধর্মনিরপেক্ষতা" ফিরিয়ে আনা হোক, যাতে সবাই সবার প্রতি নিরপেক্ষ আচরণ করে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, যাতে নামের শেষে "ইসলাম" বা আগে "মুহম্মদ" থাকলে কাউকে লাঞ্ছিত হতে না হয়, যাতে বাংলাদেশ তার সৃষ্টির লক্ষ্যে পৌঁছে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।