আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম ভেঙে যাওয়া রাত..........

জীবনান্তের পেছনে কাটিয়ে এলাম শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য....... আর এখন অনন্ত অন্তিমে ঘুমিয়ে পরার এই মুহূর্তে রোমন্থন করি আমার আমি কে। (দেখতে দেখতে আসবেই সেই মুহূর্ত আর তুমিও অথবা কেউ এসে ফিরে যাবে।)

.........কখনো হয়তো কারো জানা হবেনা আমাকে হয়তো চেনা হবেনা এই নিজেকে...... নিজের মাঝে থেকেও......... ঘুম ভেঙে যাওয়া রাত.......... অহেতুক এই দুপুর, বাতাশের নিশ্বাষে প্রখর রোদ মনের গহীন নগ্ন অরন্যের গভীর উষ্ণতা............ এই আলো, এই সবুজ....... এই অলস শরীর প্রহর..... স্পর্শ করি অদৃশ্য ভাবনার লোহরী................, ঘুম ভেঙে যাওয়া রাত........... শব্দ ঘেরা অচিন বিহঙ্গের ঠোত আদলে, এই বাস্তবতার নিয়ম ভাঙা প্রহরীর সুপ্ত কামনার চুম্বন আকাঁ..... এই সত্য কি না নিরস....... এই নিরট পাঁথরে..... নিতান্তই নিছক স্বপ্ন খোদাই করা...................., ঘুম ভেঙে যাওয়া রাত............. এক একটা অক্ষরের শরীরে বিন্দু বিন্দু জল, ঘাম্ এই লেখার প্রত্যন্ত আবেশ পরক্ষে নির্বাক....... কৌতহলীত হয় সময়ের অপরাস্ত চোখ, চেয়ে থাকি..... অপেক্ষার অক্ষর গুনে............., ঘুম ভেঙে যাওয়া রাত............. প্রাচীন সমুদ্র তলে নিবীর ঘুমানো রাত্রি অনাদি, বক্ষে জমানো এই পৃথিবীর সিক্ত অশ্রু.......... জলজ আঁধার ডিঙিয়ে আবারো আঁধার..., ঘুম..., ঘুমের ভেতর আস্থা, ইচ্ছা পূর্ণতার সংগ্রাম...... ঘুম ভেঙে যাওয়া রাত.............. এখানে..... আমি, তুমি অথবা কেউ.............. .............................................,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।