দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।
আমাড় নকিয়া এন৭৩ স্টার্ট দিলে
--একডা ভাইব্রেশন হয়।
--লাইটখান জ্বলে।
--লাইটের ঐ সাদা পর্যন্তই।
--কম্পুটাড়েড় উইন্ডোজ এক্সপির ব্লু-স্ক্রীন অফ ডেথ এর মতো এইটা সাদা হইয়া থাকে।
আর কুনো পরিবর্তন অয় না।
কেউ কুনো বুদ্ধি দিয়া হেল্প করতে ফারবেন।
[[যদিও এই সাইট কবি দিয়া ভর্তি, হেল্প চায়া সময় নষ্ট করলাম নাকি কে জানে।]]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।