আমাদের কথা খুঁজে নিন

   

কত মজারে ..............

আর ভালোলাগে চাঁদনী রাত ......

সেই ছোটবেলা থেকে শিখে আসছি আর এখনও শিখছি যে জিনিসগুলো তার মধ্যে ইংরেজী ভাষা অন্যতম। ঠিকমতো শিখচি না ভুল শিখছি তা না জেনেই শিখছি...... শেষ নেই। আর মাঝে মাঝে যখন ভিনদেশীদের সাথে কথাবার্তা হয় তখন বুঝতে পারি আসলে কিছুই শিখিনি। আমার উচ্চারণ আর ওদের উচ্চারণে ভীষন অমিল। লোকাল আংজেরীঃ 01. Went তো went এমনই went যে আর did not come back. -- গেলতো গেল এমনই গেল যে আর ফিরে আসছে না 02. Yes body has come. -- হা গা আসিয়াছে 03. I sugar you -- আমি তোমাকে চিনি 04. like you five man see my cow --- তোমার মত পাচঁজন আমার গরু দেখে 05. Your money money my money concreat? ---- ও তোমার টাকা টাকা আর আমার টাকা চাড়া তাইনা? জাপানী আংজেরী ০৬. সান কিউ বেরী মাচ্চি -- থ্যাংকিউ ভেরী মাচ ০৭. আই রাব ইউ -- আই লাভ ইউ ০৮. রাঞ্চ টাইম ইউ কামতো কাম নো কামতো নো কাম -- লাঞ্চ টাইম, ইউ ক্যান কাম ০৯. আরা ইসরামু নো ড্রিংক -- আল্লাহ, ইসলাম ড্রিংক করেনা ব্যাংকক ও সিঙ্গাপুরী আংরেজী ১০. মনিং মনিং নো বার্গেনিং নো বার্গেনিং -- সকাল বেলা দামাদামি কোরোনা এরকম আরও অজস্র রয়েছে। সব এই মূহুর্তে মনে পড়ছেনা। আপনারাও অনেক জানেন নীচে লিখুন। জাষ্ট একটু মজা করা আরকি...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।