আমাদের কথা খুঁজে নিন

   

ঐ (হায় ) ১৪১৬

না

তোমার আগমন নিশ্চিত । তাই তোমাকে জানাই শুভেচ্ছা স্বাগত । স্বাগত না জানালেও তুমি আসবেই তাই নিজেকে ইতিবাচকদের দলে রাখার জন্যই তোমাকে স্বাগত জানালাম । আমাদের বিশ্বকবি তাঁর সময় এ থেকেও ১০০ বৎসর পরের সময় দেখতে পেতেন । আমার ভাই দ্ৃষ্টি শক্তি কম ।

আমি আগামি কাল কি হবে তায়ই দেখতে পাই না, গতকাল কি হয়েছে ঠিক মনে করতে পারিনা । তাই তোমার আগামী কি হবে বলতে পারছিনা। তবে তোমাকে আগেই সাবধান করছি,বিশ্ব মন্দার কবলে যেন না পর। যাতে তোমার নামে বদনাম না হয়,১৪১৬ সনটা ভাল ছিলনা। মানুষ যেন না বলতে পারে এই ছিল না ঐ ছিল না,সুখ ছিল না-শান্তি ছিল না।

এই বদনাম এর হাত থেকে যেন নিজেকে বাচাতে পার। মনে রেখ মানুষ সব ভূলে যায় কিন্তু সনের কথা ভূলেনা। এখনও মানুষকে বলতে শুনি ওমুক সনে বন্যা হয়েছিল,ওমুক সনে দূঃভিক্ষ হয়েছিল। এতক্ষন যা লিখলাম তা কেবলই তোমাকে সাবধান করার জন্য। তুমি ভয় পেয়না,আমরা মেহনতি মানুষ তোমার সাথে আছি আর আল্লার রহমত আছে তোমার সাথে।

আশা করি তোমার জীবন সুন্দর হবে। তোমার সময়েই শুখি,সুন্দর বাংলাদেশ গঠিত হবে। এই আশায় আমরা ১৪কোটি মানুষ অধির আগ্রহে অপেক্ষা করব সারা বছর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।