আমাদের কথা খুঁজে নিন

   

চুপ থাকাটাই নিরাপদ ব্লগার হওয়ার সর্বোত্তম পন্থা

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

সর্বশেষ পোস্টের জন্য স্ট্যাটাস বিহীন (কাটা ছাড়া) ব্লগার হই। ব্লগ কর্তৃপক্ষ একটা নোটিশও পাঠায়। নোটিশে যা উল্লেখ ছিল তার সারমর্ম হচ্ছে, এই ব্লগসাইট ভালগার জাতীয় কোন লেখা এলাও করেনা। তবে আমার লেখার কোথাও ভালগার জাতীয় কোন কিছু ছিল কিনা সে বিষয়ে কোন বক্তব্য নাই। বক্তব্য আশাও করিনি।

পরবর্তীতে নিজেকে সংশোধন করার তাগিদে আমার লেখাটিতে কোথায় ভুল বা ত্রুটি আছে তা ধরিয়ে দেবার জন্য অনুরোধ করে কর্তৃপক্ষ বরাবর মেইল করি। ব্লগ কর্তৃপক্ষের কাছ থেকে কোন উত্তর আসেনি। উত্তর পাব এমন আশাও ছিলনা। পরবর্তীতে (সম্ভবতো পনের দিন পর) আমার ব্লগের কাটা ফিরিয়ে দেয়া হয়। আমার স্ট্যাটাস করা হয় ওয়াচ।

যাতে বলা হয় 'উপুর্যপুরি নিয়ম ভাঙ্গার কারণে আপনাকে ওয়াচ করা হয়েছে'। ডিফল্ট হিসেবে এটা বোধ হয় সবাইকেই দেখানো হয়। তবে গত অক্টোবর থেকে এই ছয়মাসে আমি বড়জোর পাঁচটি কি ছয়টি পোস্ট দিয়েছি। কোন পোস্টের কারণে কোন নোটিশ পেয়েছি বলেও মনে পড়েনা। কাজেই আমি কিভাবে উপুর্যপুরি নিয়ম ভাঙ্গলাম তা বোধগম্য হলনা।

ব্লগ কর্তৃপক্ষের কাছ থেকে কোন জবাব পাইনি। জবাব আশাও করিনা। পরবর্তী পনের দিন পর আমাকে সাধারণ করা হয় এবং বলা হয় আপনার লেখা ক্রমানুসারে পাতায় প্রকাশিত হবে, তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা প্রথম পাতায়ও প্রকাশিত হতে পারে। তারপরেও কোন লেখা পাঠাইনি কারণ গত দেড় বছরের অভিজ্ঞতায় সম্পাদক মহোদয় কোন লেখা পড়েন বা তার মূল্যায়ন করেন তেমন দৃষ্টান্ত পাইনি। সব সময় মনে বিশেষ কোন গোষ্ঠীর ফোন বা পোস্ট পেলেই তিনি/তারা কোন লেখা সম্পর্কে তৎপরতা দেখান।

তৎপরতাটা লেখাটার পক্ষে ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে। দুদিন আগে হঠাৎ ব্লগে লগ ইন করে দেখি আমি নিরাপদ। কোন যোগ্যতায় বা কিসের ভিত্তিতে একজন শৃংখলাভঙ্গকারী ব্লগার নিরাপদ হয়ে গেলাম তা বুঝলাম না। কারণ গত দেড়মাসেতো আমি কোন লেখা দেইনি। হ্যা, একটা কাজ করেছি।

পুরো সময়টাই নির্বাক এবং চুপ ছিলাম। তাহলে দেখা যাচ্ছে লেখার মান নয়, এখানে চুপ থাকাটাই কর্তৃপক্ষের দৃষ্টিতে নিরাপদ ব্লগার হওয়ার মাপকাঠি। ছোটবেলায় পড়েছিলাম নিস্তব্দতা হিরন্ময় অথবা যে নীরব থাকে সে মুক্তি পায়। আর ব্লগে এসে জানলাম যে চুপ থাকে তার স্ট্যাটাস নিরাপদ থাকে। অতএব, আবার চুপ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।