ধুমপানে বিষপান
দুর্নীতি দমন কমশনি (দুদক) এর দায়রেকৃত মামলায় সাজাপ্রাপ্ত ম. গা. আলমগীর যখন সরকারি প্রতষ্ঠান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন, সেই কমটিরি সামনে লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধূরীর হাজির হওয়া কি উচিৎ?
আওয়ামী ভন্ড ম. গা. আলমগীর আর বি এন পি র তেনা জয়নাল আবেদীন বারুদ একই সুরে নাচছেন আর বলেছেন, যাদেরকে ডাকা হয়েছে তারা আজকের বৈঠকে না এলে সংসদ অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হবে!
এই যদি হ্য় বর্তমান অবস্থা তাহলে আমাদের দেশে সুশাসন প্রতিস্ঠা কিভাবে হবে মাননীয় প্রধান মন্ত্রী? ম. গা. আলমগীর দের এসব কর্মকান্ডের ফলাফল ভোগ করার জন্য আপনি কি প্রস্তুত? মাননীয় প্রধান মন্ত্রী Please এই সকল প্রতিহিংসা পরায়ন কর্মকান্ড বন্ধ করুন! তাতে আপনারও মঙ্গলও হবে, আপনার দলেরও মঙ্গল হবে!!! অন্যথায় আবারও অস্থাকুড়ে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।