আমাদের কথা খুঁজে নিন

   

আজ Hiren's Boot CD ব্যবহার করলাম



কম্পিউটার ব্যবহারের জন্য আমরা Microsoft এর windows ব্যবহার করেই থাকি। আর windows এর সমস্যা, এটা একটা আবশ্যক ব্যাপার। সাথে windows এর ভাইরাস বার বার windows setup দেবার ব্যাপারে সাহায্যকারী হিসেবে সকলের কাছে অত্যান্ত কমন শব্দ। আজ থেকে ১ বছর আগে আমার কম্পিউটারের windows এর কোন সমস্যা হলে তাৎনিত windows দিয়ে দেওয়া একটা মামুলি ব্যাপার ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেটি আমার কাছে একটি বিশাল ব্যাপারে পরিণত হয়ে গিয়েছে।

বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের পর থেকে এটি আমার কাছে রিতিমত সাড়ে সাংঘাতিক ব্যাপার। windows backup সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু শুনেছিলাম। কিন্তু নিজে এর কিছুই জানিনা। যাহোক ২ ড্রাইভে ২টি windows ব্যবহারের ব্যাপারে অভ্যাস গড়ে তুলি ৮ মাস আগে। মোটামুটি কাজের সময়ে windows এর কিছু হয়ে গেলে তেমন একটা চাপের মুখে পড়তে হয় না।

এক সময় windows এরই Backup অপশানটির ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করলাম। কাজ করে, কিন্তু আমি কেন জানি স্বস্তি পাচ্ছিলাম না। ইংরেজিতে অত্যাধিক কাঁচা হবার কারনে অনেক মোবাইল ফোরাম ও পিসি ফোরামের সদস্য হওয়া সত্ত্বেও কারও কাছে সাহায্যের জন্য বলতে পারিনি। ইতো মধ্যে একটি নিজেস্ব ওয়েবপেজ তৈরির ভুতে পেয়ে বসল। অনেক বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে একটি পেজ তৈরিতে সম হই।

তখন নিজেকে একটু কেমনজানি লাগত। এরপর যেহেতু অনেক পেজ নিয়ে কাজ করতে হয় তাই একসময় বুঝতে পারলাম নিজেকে কেমনজানি ভাবার কিছুই নাই। যাহোক এভাবেই একদিন Hiren's Boot CD এর সন্ধান পাই। Hiren's Boot CD এর সম্পর্কে চিটাগাং এর এক বড় ভাইয়ের মুখে আরও মজার মজার কথা শুনতে পেলাম। যদিও তিনি শুধুই শুনেছেন ও সংগ্রহ করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি।

তিনার কথার প্রেেিত আমি লেগে যাই Hiren's Boot CD এর পেছনে। ৫দিনের মাথায় আমার সফলতা বেরিয়ে আসে। সেই বড় ভাইকে জানাই Hiren's Boot CD এর কথা। তিনি তনি আমাকে Hiren's Boot CD এর এক কপি কুরিয়ার করতে বলে। আমি তিনার আগ্রহে নিজেই টেষ্ট করতে বসি।

এবার আমার অবাক হবার পালা। আসলেই আমি যেন এটিই এতদিন থেকে খুজছিলাম। দেরিনা করে আরও একটি কপি Hiren's Boot CD রাইট করে কুরিয়ার করেদিই বড় ভাইটির উদ্দেশ্যে। আমার এখন আপনাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, “Hiren's Boot CD ব্যবহার করে আমি ভাল আছি, আপনারা ভাল আছেন তো!” পরিশেষে আপনাদের বলতে চাই Hiren's Boot CD এর সম্পর্কে আপনাদের কারও যদি আরও কিছু জানার থাকে বা এই ধরনের কিছু সম্পর্কে জানার থাকলে আমাদের জানাবেন। সকলকে ধন্যবাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।