গতকাল অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার দেয়া হলো। এই পুরস্কার দুইটি ভাগে দেয়া হয়।
১। পাঠক জরিপ ও দর্শক ভোট এ পুরস্কার
২। সমালোচক পুরস্কার
সমালোচক পুরস্কার এ সেরা ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে "আমার আছে জল" এবং সেরা নায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন মীম।
আমার এই ছবিটা দেখার সৌভাগ্য হয়েছিল বিধায় আমি হতাশ। আমার বিচারে এই ছবি সমালোচক পুরস্কারের মনোনয়ন তো দুরে থাক কোন পুরস্কারের আশেপাশেই যাওয়া উচিত না। নাকি ইমপ্রেস টেলিফিল্ম ছবিটি প্রযোজনা করেছে বিধায় এই মনোনয়ন??? কারা এই মহামান্য ক্রিটিক খুব জানতে ইচ্ছা করছে???
আর সেরা অভিনেত্রী হিসেবে শুধু মনোনয়ন না একেবারে পুরস্কারই পেয়ে গেলেন মীম। হাসব না কাদব বুঝতে পারছি না? মন্তব্য শুধু নিষ্প্রয়োজনই না আমার সাধ্যেরও অতীত। একটা কথাই বলি যিনি তার চরিত্রের মূলভাবটিই ধরতে ব্যর্থ (উপন্যাস অনুসারে)।
আফসুস, বড়ই আফসুস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।