আমি মানুষ হিসাবে চরম হতাশাবাদী, আমি সব সময় মন্দটা দেখি। আমার ব্যাক্তিগত জীবনে এর উদহারন ভুড়ি ভুড়ি। আমি ফাইনাল এক্সামে সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরে, প্রফেসরের কাছে কমপ্লেইন করসিলাম ক্যান ডিপার্টমেনটের ইতিহাসে সবচেয়ে বেসী নম্বর পাই নাই। এর কারন কি? আসলে আমারে সুখী হইতে শেখানো হয়নাই।
ছোটবেলা থেকে আমার শেখানো হইসে, যার যত আছে সেই চায় ভুড়ি ভুড়ি।
বেয়িং কনটেনট আমারে আমার মিডল কেলাস লাইফে শেখানো হয়নাই। আর এ কনটেনট না হবার জন্যই জীবনের সব সমস্যা মনে হয় শুরু হয়। আমার জীবনের একটা বিশাল সময় আমি ব্যয় করতাসি, কিভাবে আরো সফল হওয়া যায়। সফলতার মাপ নির্ধারক বড় তাজ্জব সব ব্যাফার স্যাফার। এটা ব্যান্ক ব্যালেনস, বাড়ী, গাড়ী, আর সব মেটেরিয়াল কাজ কর্ম দিয়া হয়।
আপনার অবস্হা হইলো গিয়া শেখ সাদীর মতো দামী পোশাক পড়লে ভালা খাবার আর থাকনের অবস্হা না পড়লে কাজ কর্ম বেহাল, আপনারে কেউ পুছবোনা। আমি এ ইদুর দৌড়ে মাঝে মাঝে ক্লান্ত বোধ করি, আসলে জীবনে কি ইমপরটেনটে নিজেরে জিগাই। ধরেন আমার ৩৪ বছর বয়েস হইলো, এর মানে কি? আমি আসলে কে? আমি কি চাই? এর কোন প্রশ্নের জবাব নাই। আমি কর্নারে দাড়াইয়া ভাবি আমি আসলে কি চাই?
এ মানসিক অবস্হা নিয়া দাড়াইয়া আচি গত ৫ হপ্তা। ঠিক নিজেরে চিনা উঠতে পারতাসিনা।
তো বারান্দায় দাড়াইয়া বিয়ার খাইতাসি আর রাতের বাতাস পোহাইতাসি, তো আমার সাড়ে চার বছরের পোলা আইসা জিগাইলো, আমি কি করি? কইলাম বিয়ার খাই? সে জিগাইলো আর কি করি? আমি কইলাম লাইফে ঠিক কি করন উচিত চিন্তা করি? পুলা আমার মা’র বুদ্ধি পাইসে, কইলো, আমি টু মাচ চিন্তা করি? আমি জিগাইলাম যখন সব কিছু অন্ধকার তখন আমার কি করন উচিত? পুলা কইলো? অন্ধকার কই? রাতের আকাশে তারা আছে, চাদ আছে? সে কইলো আই নিড টু ওপেন মাই আইস, এন্ড লুক এট দ্যা ষ্টার এন্ড মুন। আর রাত তো থাকবেনা, আর কিছু সময় পরে সকাল হইবো? হোয়াই আই এম এফ্রেইড। পুলা শেষে কইলো
সি দ্যা নাইট উইল বি ওভার সুন। এন্ড দ্যা সান উইল শাইন বাট ফর ইউ উই হ্যাভ দ্যা মুন এন্ড ষ্টার সো ডু নট গেট এফ্রেইড। আসলে আমি কেন ভয় পাই? তারায় ভরা আকাশ, ভরা পুর্নিমার চাদ, সুর্য আসছে, আমি কেন ভয় পাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।