আমাদের কথা খুঁজে নিন

   

আজ নিউ ইয়র্কে গণসমাবেশে দুইশ বাঙালির একসাথে নেয়া শপথনামা!!

বুধবার রাতে হঠাৎ করেই মাথায় আসলো, শাহবাগে যেভাবে আন্দোলন হচ্ছে, আমরা নিউ ইয়র্কে কেন এমন কিছু করব না। এখানকার পরিচিত দুই-তিনজন ভাই কে ট্যাগ করে ফেসবুকে স্ট্যাটাস দিলাম। তখন ভাইয়াদের বলেছিলাম, যদি চল্লিশজন মানুষ হয়, তাহলেই আমি খুশি। কিন্তু তা কি হবে? তারপরে যা-ই হোক, শুক্রবারের জন্যে ইভেন্ট তৈরি করলাম। এই ছিল সেই ইভেন্টের লিংকঃ Click This Link এখানে সব ছবিঃ Click This Link পরেরদিনই পুলিশের কাছে গেলাম অনুমতি নেবার জন্যে! পুলিশ আমাদের জিজ্ঞেস করল, "আমরা কোন সংগঠনের?" আমরা বললাম, "আমরা কোন সংগঠনের না।

আমরা General People of Bangladesh!" ভাগ্য খারাপ!! শুক্রবার তুষার ঝড়ের কারণে পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি পেলাম না। যা-ই হোক, শনিবার অনুমতি পাওয়া গেল! ফেসবুকে ৩৯৭ জন going দিয়েছে! কি আশ্চর্য অনুষ্ঠান শুরুর সময় জাতীয় সংগীত গাইবার সময় দেখলাম প্রায় ২৫০ মানুষের উপস্থিতি! একসাথে এত জোরে এই গানটা গাইবার সময় চোখ চিক চিক করে উঠছিলো! আনন্দাশ্রুর মধ্যে যে এতো তৃপ্তি তা কে আগে আমায় জানিয়েছিলো? দুইজন আমায় জানালো নিউ জার্সি থেকে এই স্নোর মধ্যে ড্রাইভ করে চলে এসেছেন সমাবেশে যোগ দেবার জন্যে! দুইজন এসেছেন সুদূর পেনসিলভেনিয়া থেকে! দেশকে এতো পাগলের মতো ভালোবাসি কেন আমরা? পরে শাহবাগের গণ-আন্দোলনের মতো করে আমরাও একটি শপথনামা পাঠ করি! সবাইকে এই শপথনামা পাঠ করাতে গিয়ে যে গর্ব অনুভব করেছি, তার সমতুল্য কিছু আমার জীবনে এখনও আসে নি! এখানে সেই শপথনামাটি তুলে দিচ্ছি! আমার ধারণা, বিশ্বের যেকোন প্রান্তে থাকা যেকোন প্রবাসী বাংলাদেশি এই শপথটি নিতে পারেন আপনাদের নিজ নিজ প্রতিবাদের ক্ষেত্রে। চাইলে আরো যোগ করতে পারেন। আজ নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের একসাথে নেয়া শপথনামাঃ শাহবাগে জনতার মঞ্চে যেমন জনতা যেভাবে যুদ্ধাপরাধীদের দাবিতে শপথ করেছে, আমরাও তাদের সাথে একাত্ম ঘোষণা করে অঙ্গীকার করতে চাই। আপনারাও আমার সাথে অঙ্গীকার করুন।

যদিও আমরা এখানে বিভিন্ন কাজ-কর্মের কারণে রাস্তায় আন্দোলন চালিয়ে যেতে পারবো না, কিন্তু আমরা শপথ করছি যে, অন্তত যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত যে যেভাবে পারি ফাঁসির দাবিতে সোচ্চার থাকবো! ব্লগে-ফেসবুকে সবসময়েই আমাদের আন্দোলন চালিয়ে যাবো! নিজ নিজ অবস্থানে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ফাঁসি নিশ্চিত হয়! নিজ নিজ বিশ্ববিদ্যালয়, কলেজে বিভিন্ন দেশের বন্ধুদেরকে আমরা এই বিষয়ে জানাবো। সবাইকে সচেতন করব। আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের পরিচিত করে তুলে তাদের একঘরে করে তুলবো! আমরা যতটুকু পারি, এই সুদূর প্রবাসে যুদ্ধাপরাধীদের প্রভাবমুক্ত থাকবো। যদি তাদের অথবা তাদের কোন সমর্থক-দোসর দেখি তাহলে তাদেরকে এবং তাদের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বর্জন করব! জয় বাংলা!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।