আমাদের কথা খুঁজে নিন

   

এই হপ্তা'র মুভি

Let the wind blow out the candles

এই সপ্তা'র মুভিগুলো তেমন ভালো রেটিং পায় নি দর্শক-ফ্যানদের কাছে। খুজে খুজে দেওয়ার মত অল্পই কয়েকটা মুভি পেলাম। সবগুলা মুভি এসেছে এপ্রিলের দশ তারিখ, মানে শুক্রবার ১। Dragonball Evolution নামকরা মুভি বলতে এই একটাই। অশুভ শক্তির হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্য যুদ্ধ, ফ্যান্টাসি, সায়েন্সফিকশান নিয়ে এই ছবিটি।

রেটিং মোটামোটি, তবে বাড়াবাড়ি রকমের প্রত্যাশা মেটাতে পারেনি। তারপরও দেখতে ভালোই লাগবে। ট্রেইলার: Click This Link ২। Observe and Report ছবিটির মূল চরি্ত্রে আছেন কাঠ্ঠা কোঠ্টা পুলিশ অফিসার Ronnie Barnhardt (Seth Rogen) , যার কঠোর নিয়মানুবর্তিতায় তৈরি কমেডি এই ছবিটির মূল বিষয়বস্তু। টাইপ: কমেডি ট্রেইলার: Click This Link রেটিং: মোটামোটি ৩।

Hannah Montana: The Movie ছবিটার রেটিং মোটামোটি। ফ্যামিলি/মিউজিক টাইপ মুভি। ফ্যান্ডাগো রেটিংসে দেখলাম বাচ্চারা লাইন ধরে দেখার জন্য বসে আছে। টিভির ডিজনি চ্যানেলের সিরিজটা ভালোই জনপ্রিয়, মুভিটা কেমন করে কে জানে। ট্রেইলার: Click This Link ৪।

Lymelife ড্রামা টাইপ ছবি। রেটিং মোটামোটি। অনেক চেষ্টা করেও রিভিও লেখার মত কিছু পেলাম না ট্রেইলার: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।