ছুটি চাই । চাই খানিক অবসর । দীর্ঘদিনের কর্মব্যস্ত মন আমার চায় খানিক বিরাম । ব্যস্ততা আর কর্মযজ্ঞের বাইরে সামান্য নাক ডেকে ঘুমানোর ফুরসত চাই । নাইবা ডাকলো নাক-অন্তত অলস অলস ভাবটা থাকুক ।
মোবাইল, নেট আর স্যাটেলাইটের আওতার বাইরে চাই একটা গতিহীন সাদামাটা জীবন ।
কবে প্রথম বাবা বা মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিলাম- মনে নেই আজ । শৈশবের উদার আকাশের নীচে মুক্ত বিহঙ্গের জীবনে সেই যে ঘড়ির কাঁটার নিষ্ঠুর আগমন- তা থেকে এখনো মিলেনি পরিত্রান । প্রতিটি ক্লাসে দুর্বার প্রতিযোগিতা । বছর শেষের পরীক্ষা, কালচারাল প্রতিযোগিতা,ওর কাছে ভাল সাজার প্রতিযোগিতা, এর-ওর-তার বাড়িতে হানা দেয়ার প্রতিযোগিতা শেষে চাকরীর বাজারে ঢোকার প্রতিযোগিতা, ব্যবসায়ে টিকে থাকা, তরতর করে উঠে যাওয়া, ভাল বউ খোঁজা, বাচ্চা-কাচ্চা-সংসার, সুন্দর বাড়ি, গাড়ী আরো নানান চাহিদা পূরণের প্রতিযোগিতায় রিক্ত এ মন আজ পরিত্রান চায় ।
চায় একমুঠো নির্মেঘ আকাশ ।
চারিদিকে গতির সমারোহ । প্রতিযোগিতার তীব্র মিছিল । অন্যকে ছাপিয়ে চলার যান্ত্রিক কসরৎ । আমি চাই দীঘির জলে ভাসমান নিস্তরঙ্গ জীবন ।
আকাশ জুড়ে বৃষ্টির মিছিলে দিঘির বুকে ভাসানো ভেলায় ভিজুক আমার সর্বশরীর । উত্তাল সমুদ্রের ঢেউ বড় ভয়ানক মনে হয় আজ ।
কতদিন দেখিনা নির্মেঘ আকাশে সাদা সাদা মেঘের বাঁধনহীন ছুটেচলা । ভোরের আকাশে পাখী ডাকার স্বর্গীয় মুহূর্ত দেখিনা দুচোখ ভরে । কতদিন রাতের আকাশে ফোটেনা শ্রাবস্তীর কারুকার্য ।
কতদিন মেঘনার বুকে দুরন্ত ঢেউয়ের দোলায় দোল খেতে খেতে পারি দেইনা একুল ওকুল । দিনের শেষে সারা বাড়ি মাথায় করে ফিরে আসা রকমারি পাখির কলতান কতদিন হৃদয়ে আনেনা শান্তির ঢেউ ।
বাঁধন, বাঁধা আর ব্যস্ততার অক্টোপাস থেকে কিভাবে মুক্তি মেলে একজন মানুষের ? আজ আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে চাই -মুক্তি দাও প্রভু । এ অসহ গতিময় জীবন থেকে মুক্তি দাও । আমাকে ফিরিয়ে দাও আমার পূর্বপুরুষের কৃষক জীবন ।
আমি চাই একটি বাড়ি । নদীর কূলে । সাদা সাদা কাশবনের মিছিল শেষে রৌদ্রজ্জ্বল একটু আঙিনা । আঙিনার পাশে হরেক শব্জির ভারে নুয়ে পড়া মাচা । অদূরে নদীর বুকে ভেসে বেড়াবে পাল তোলা নৌকা ।
মাঝিরা গলা ছেড়ে গেয়ে যাবে হৃদয়ের ভাটিয়ালী । সারা বাড়িতে থাকবে চির বসন্তের গাছেদের অপার স্নেহের ছায়া ।
আর কিছু নয় এইটুকু চাওয়া । একটুখানি নিবিড় অবসর । একটু খানি পিছিয়ে যাওয়া ।
দীর্ঘদিনের অভ্যস্ততা থেকে একটু সরে যাওয়া । আরো একটি ছোট্ট চাওয়া তোমার কাছে -
তোমার আমার মাঝে চাই দুস্তর ব্যবধান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।