যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমগো দেলু খুব ভাল লোক। কথা কওয়ার সময় সামনের সাড়ির সাংবাদিকদের সবার মুখে থুথু ছিটাইতে ছিটাইতে সে বিশাল আন্দোলনের হুমকি দিল। তাও আবার কারণটা বড়ই চমৎকার। তার নেত্রীর একশ কোটি টাকার বাড়ীর ভোগদখল সরকার বন্ধ কইরা দিছে বইলা। দেলু কইছে সরকারকে ক্ষমা চাইতে। এবং যথারীতি এক হাতে পায়জামা গিট্টু ধইরা আর মুখ দিয়া থুথু ছিটাইয়া। শুইনা তো আমি বেজায় হতভম্ব - পায়জামা খোলা দেলু এ কি কয়! পায়জামা তারে কে পরাইয়া দিলো!
সারাদেশব্যাপী আন্দোলন করবে বিএম্পি, টেকনাথ থেকে তেতুলিয়া সব জায়গায় করবে খালেদা জিয়া - ক্যান্টমেন্ট গেছে তো কি হইছে পুরা দেশেই যে তার বাড়ী রইছে ছড়াইয়া ছিটাইয়া সেইটা বুঝাইতে হইবে। সবার ঘর খালেদার ঘর, সব বিএম্পিয়ালাদের ঘর তার ঘর। সে সব ঘরের, সব নেতার, সব জায়গার।
তাইলে কেন একটা ঘরের জন্য বিএম্পি আন্দোলন করবে? ও দেলু একটু কইয়া যা, কেন তোর পায়জামা খালি খুইলা যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।