আমাদের কথা খুঁজে নিন

   

"এই পথ আমাদেরও" পদ যাত্রায় যোগদানের আহবান



রাজপথে নারীদের হয়রানির কথা আমরা সবাই জানি। বিশেষ করে রাজ পথে ইভ টিজিং এর মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। ইভ টিজিং এর কারনেই অকালে বন্ধ হয়ে গিয়েছে অনেক মেধাবী মেয়ের পড়াশোনা। লজ্জা ও অপমান সইতে না পেরে অনেকেই বেছে নিয়েছে আত্মহত্যার পথ। ব্যস্ততম শপিং মলগুলোতে বিশেষ করে ঈদ, পুজো সহ বিভিন্ন উৎসবের কেনাকাটার ভীড়ে নারীদের গাঁয়ে হাত দেওয়া, অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানী করতে দেখা যায় ।

রাজপথে বসবাস করা ছিন্নমুল মানুষদের মধ্যে নারীরাই বিভিন্ন সহিংসতার শিকার হয়ে থাকেন। এ ছাড়া কর্মজীবী নারীদের বাসে উঠার সময় ও বাসের ভীড়ে দাড়ানো অবস্থায় অনাকাংখিত শারীরিক হয়রানীর সম্মুখীন হতে হয়। দীর্ঘ দিন ধরে চলমান এ অবস্থার অবসান হওয়া উচিত। এ দাবী কে সামনে সামনে রেখে মানবাধিকার সংগঠন দৃষ্টিপাত এর উদ্যোগে রাজপথে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এবং মানুষ হিসেবে নিরাপদে রাজপথে চলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১১ এপ্রিল ২০০৯ শনিবার বিকেল ৪ ঘটিকায় জাতীয় যাদুঘরের সামনে থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই পথ আমাদেরও শীর্ষক পদ যাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধা ৭ ঘটিকায় রবীন্দ্র সরোবরে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গানের আসর।

সঙ্গীত পরিবেশনা করবেন: আনুশেহ ও কৃষ্ণকলি । উক্ত পদ যাত্রায় সকলের অংশগ্রহণ কামনা করছি। আপনার সক্রিয় অংশগ্রহণ নিরাপদে রাজপথে চলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আসুন আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় রাজপথে নারীর নিরাপদে চলার পথকে সুগম করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।