আমাদের কথা খুঁজে নিন

   

আয় ঘুম আয় রে, আমার সোনামণির চোখে আয় রে...

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

আয় আয় চাঁদমামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা... খুকুমণি মায়ের গা ঘেঁষে শুয়ে থাকে, বন্ধ চোখের পাতায় স্বপ্নেরা নামে। রাতের আকাশের বিন্দু বিন্দু তারাগুলোর মাঝ থেকে আকাশের চাঁদটা বড় হতে হতে নীচে নেমে আসে, তার কপাল ছুঁয়ে যায় মায়ের ঠান্ডা হাতের মতো। মায়ের গা-টা যেন আকাশের তোষক, আর হাতটা যেন ঠান্ডা মেঘের বালিশ। মা, শোনাও না রাজকুমার কিভাবে ঘুমিয়ে থাকা রাজকন্যাকে উদ্ধার করেছিল!!" মা ঘড়ি দেখেন, খুকুর চোখে ঘুম আসতে এখনও অনেক দেরী। দীর্ঘশ্বাস ফেলে গান ধরেন চুপ চুপ লক্ষীটি, শুনবে যদি গল্পটি, এক যে ছিল তোমার মত ছোট্ট রাজকুমার... খুকুর পিঠের উপর মায়ের হাতের তাল পড়তে থাকে গানের সাথে সাথে।

আবার হারিয়ে যাওয়া কোনও স্বপ্নের দেশে...যেথায় পাগড়ি পড়া এক রাজকুমার রাজপন্ক্ষী ঘোড়ায় চড়ে খুঁজতে বের হয় তার স্বপ্নে দেখা রাজকন্যাকে। তেপান্তরের মাঠ, সাত সমূদ্র আর তের নদী পার করে ক্লান্ত রাজকুমার পৌঁছলো শেষে কোনও এক অচিন দেশে। সেথায় উঁচু প্রাসাদের চূড়োয় খুকু যেন এক বন্দী রাজকন্যা, ঘুমিয়ে আছে এক যাদুর মায়ায়। তার স্বপ্নের রাজকুমার আসবে, ভালোবেসে তার ঘুম ভাঙাবে, তবেই না এই যাদুর মায়া কাটবে!! রাজকুমার তার পক্ষীরাজে চড়ে ঘুমন্ত রাজকুমারীকে খুঁজে বের করে আর যাদুর কাঠি ছুঁইয়ে দেয় তার কপালে। ঘুম ভেঙে রূপবতী রাজকন্যা পরিয়ে দেয় তার বরণমালা সেই রাজকুমারের গলায়...শেষ হলো মোর গল্পটি, ঘুমাও এবার দুষ্টুটি, বলবো আমি গল্প তোমায় কালকে আবার... মায়ের গায়ের গন্ধ এনে দেয় স্বপ্নপূরীর আমেজ।

গভীর ঘুমে তলিয়ে পড়ে খুকুমণি। ঘুমন্ত মেয়ের শান্ত মুখের দিকে তাকিয়ে মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন...উঠে পড়ে ঘর গুছাতে শুরু করেন। দস্যি মেয়েটা সারাদিন ঘরের কী ছিরি করে রেখেছে দেখ তো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।