আমাদের কথা খুঁজে নিন

   

যখন খুঁজে ফেরা পথ: তবলা ও গিটারের যৌথ অন্বেষন ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
মাঝে মাঝে আমরা পথ হারিয়ে ফেলি। তখন পথ খুঁজে নিতে হয়-তখন হৃদয়ে ক্ষীন উত্তেজনা টের পাওয়া যায়। ‘ফাইন্ডিং দ্য ওয়ে’-এই কম্পোজিশনে সত্যিই পথ খুঁজছে যেন কেউ! তবলায় ওস্তাদ জাকির হোসেন। ওস্তাদ জাকির হোসেন। গিটারে জন ম্যাকল্যাফলিন। জন ম্যাকল্যাফলিন। ‘ফাইন্ডিং দ্য ওয়ে’
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।