হয়তো কিছু নাহি পাবো..
আমি সমুদ্রের বুকে
ভেসে চলা এক তরী
আমি পাহাড়ের গায়ে
উচ্ছৃঙ্খল ঝর্নায় বাঁধি ঘর
আমি ঝড়ের মাঝে উড়ে চলি
একটি পাখি একাকী
আমি আবেগের রঙে
স্বপ্নে আঁকি মেঘের ঘুড়ি
গতির মাঝে অবিরাম জীবন খুঁজি
ক্লান্তি আর হতাশায় না ভুলি
আমি সময়ের বৃত্তে ঘুরে ঘুরে
অবাধ্য ভালবাসায় তোমায় গড়ি
মন জানালায়
আকাশ দেখে যাই দুহাত বাড়াই
রঙধনুর সাত রঙা প্রাপ্তি আমার চাই
শুধু রূপকথা নয়
আশার আলোয় ভালবাসায়
জীবন উড়াই নিশ্বাসে বিশ্বাসে
এইতো জীবন যাচ্ছে যেমন
গতির সাথে সখ্য বরণ করে
কেটে যায়......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।