আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ১ -- মংলা থেকে সুন্দরবন

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

খুলনায় গেছিলাম অফিসের কামে। সাত দিনের লম্বা ট্যুর। মাইনসে ফোনে কথা কয় আর নেটওয়ার্ক আমাগো দেইখা রাখতে হয়। গাড়িতে বইসা বইসা নেটওয়ার্ক চেক করণের কাম করতে করতে যখন বোর হয়ে যাচ্ছি তখন কতিপয় দুষ্টু কলিগের বদ বুদ্ধি গ্রহণ কইরা কামে ফাঁকি মাইরা ঘুইরা আসলাম সুন্দরবন (বস দের কানে যেন না যায় )। যাওনের পথের কয়েকখানা ফটুক আপনাগো লগে শেয়ার করলাম।

ভালা লাগলে বইলেন, পরের পোষ্টে সুন্দরবনের এক জুরাসিক পার্কের গল্প বলিব। হ্যা জনাব, খুলনা থেকে মংলা যাইতে মুড়ির টিনের বিকল্প নাই। ভাড়া হইলো ৪৭ টেকা। সময় লাগবো ঘড়ি ধইরা এক ঘন্টা বিশ মিনিট। গাড়ির বাইরের চেহারা দেইখা বিচার কইরেন না।

আওনের সময় সোন্দর দেইখা গাড়িতে উঠতে গিয়া ২০ মিনিট বেশি লাগছিলো। (বাইরে যা ই দেখা যাক, ভিতরে বেবাক সদরঘাট) ইহা রায়েন্দার মরহুম ছোট হুজুরের দান বাক্স। কি জামানা, গ্যাস সিলিন্ডারে মাইনসে এহন পয়সা ফেলে। খেয়া পার হয়ে তারপর সুন্দরবনের নৌকায় উঠতে হয়। পারাপার ভাড়া প্রতিজন তিন টাকা।

ইহা একটি বিশাল ওরস্যালাইনের টান্কি। মংলার সব মাইনসেরে ওরস্যালাইন সাপ্লাই দেয় ভয় পাইবার কিছু নাই। আমরা অন্য নৌকায় উঠছিলাম। এইখান থিকা নৌকায় উঠতে হয় এইবার দেখেন যাত্রাপথের দুইপাশের কিছু দৃশ্য... ঘরের মইধ্যে নৌকাখান যে কেনো উঠায় রাখছে বুঝতাছি না। বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ নৌকার জানালা দিয়ে দেখা।

হাতে যদি চার-পাঁচ ঘন্টা সময় থাকে তবে খুলনা গেলে মংলা হয়ে করমজল পর্যন্ত ঘুরে আসতে পারেন। ছাউনিওলা নৌকা ভাড়া পাবেন ৩০০-৪০০ টাকায়। আবার কমন কিছু বোট আছে ওগুলোতেও যেতে পারেন। আর যদি হাতে চার-পাঁচ দিন সময় থাকে তাইলে পুরা সুন্দরবন ঘুরতে ভুলবেন না। নাইলে দুধের স্বাদ ঘোলে মিটাইতে হইবেক।

করমজলের ছবিগুলো আরেক পর্বে। অহন যাইগা পর্ব : ২ -- করমজল, এক টুকরো সুন্দরবন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।